Saturday, September 7, 2024

সস্তায় জলের দামে সোনা বিক্রি করছে সরকার, এই পদ্ধতিতে আপনিও কিনতে পারবেন সোনা! জানুন কিভাবে

আপনিও যদি সস্তায় সোনা (Gold) কিনতে চান তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে সস্তায় সোনা কেনার একটি সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে সবাইকে। তাই আপনিও যদি সস্তায় সোনা কিনতে চান তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

 

সরকার চালু করেছে একটি নতুন স্কিম। যার নাম দেওয়া হয়েছে গোল্ড বন্ড (Gold Bond) অর্থাৎ SGB। আর এই স্কিমের মাধ্যমেই আপনি সোনা কিনতে পারবেন সরকারের থেকে প্রতি গ্রামে মাত্র ৫,৬১১ টাকার বিনিময়ে। জানা গেছে, এই স্কিমটি সোমবার থেকে শনি অর্থাৎ ৫ দিন ব্যাপি চালু থাকবে। কিভাবে কিনবেন সোনা জানুন বিশদে।

 

ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI জানিয়েছে, এই স্কিমের অধীনে ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত সস্তায় সোনা পাওয়া যাবে। এই সোনা কেনার জন্য আপনাকে অনলাইন কিংবা ডিজিটাল মোডের মাধ্যমে সোনার বন্ডের জন্য আবেদন করতে হবে RBI এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে। জানা গিয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্ক ভারত সরকারের পক্ষে থেকে এই সোনার বন্ড জারি করেছে। এবং এই সোনা প্রতি গ্ৰাম ৫,৫১১ টাকায় শুধুমাত্র আবাসিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার (HUF), ট্রাস্ট, বিশ্ববিদ্যালয় এবং দাতব্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যেতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo