Wednesday, September 18, 2024

খালি দরকার মনের সাহসের! মাত্র ৩৫ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করলে ২ প্রজন্ম বসে বসে খাবে

শুধুমাত্র চাকরি পাবার আশায় বসে না থেকে ব্যাবসা করা অনেক ভালো। আজকাল বাজারে এমন এমন সব ব্যাবসা আছে যে যেটা কিনা যে কোন চাকরি-বাকরির থেকেও বহু গুণ ভালো। আর তাছাড়া ব্যাবসা করে প্রচুর টাকা রোজগার করা যায় যেটা কিনা চাকরি করে কখনোই সম্ভব নয়। তাই আজ তেমনি একটি ব্যাবসার কথা আপনাদেরকে বলবো আমরা, যেই ব্যাবসা করে মাসে আপনি ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা। এমনকি আপনার ২ প্রজন্ম পর্যন্ত এই ব্যাবসা করে খেতে পারবে।

 

এই ব্যাবসার নাম হচ্ছে চিপস তৈরির ব্যাবসা (chips making business)। মাত্র ৩৫ হাজার টাকা দিয়ে আপনি এই ব্যাবসা শুরু করতে পারবেন। আপনি হয়তো জানেন যে বাজারে চিপসের কতোটা চাহিদা রয়েছে। আর চিপস মানুষ কতোটা খেতে ভালোবাসে। তাছাড়া চিপস তৈরির ব্যবসা কখনো বন্ধ হবে না। আপনার তৈরি চিপস যদি ভালো খেতে এবং গুনগত মান যদি ঠিক থাকে তাহলে তো আর কোন কথাই নেই। বছর বছর আপনার ব্যাবসা আরো বড় হবে।

Chips making business

চিপস তৈরি করার জন্য একটি ছোট্ট মেশিন কিনতে হবে আপনাকে। যেই মেশিনের দাম হচ্ছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা। আপনি দৈনিক চিপস বানিয়ে তা প্যাকেট জাত করে সেলারের সাহায্য পোঁছে দিনে পারেন বিভিন্ন দোকানে দোকানে। আর এভাবেই আপনার ব্যাবসা ধিরে ধিরে বেড়ে উঠবে। তবে আপনি হতো জানেন না যে একটি চিপসের প্যাকেট ৫ টাকা ও একটু বড় চিপসের প্যাকেট ১০ টাকা, কিন্তু এই ৫ কিংবা ১০ টাকার চিপস তৈরি করতে এর চেয়েও অর্ধেকেরও কম খরচ হয়। তাই চিপস তৈরির ব্যবসা নিঃসন্দেহে একটি ভাল বিজনেস আইডি। এই ব্যাবসা অনেকেই করছেন আর কামাচ্ছেন মাসে লাখ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo