Wednesday, January 15, 2025

ঘরে নগদ কতো টাকা রাখা যায়? এর বেশি টাকা রাখলেই ভারী জরিমানা! বিপদে পড়ার আগে জেনেনিন

ডিজিটাল লেনদেনের বৃদ্ধি এবং নোট বাতিলের পর থেকে মানুষের চলাফেরায় এসেছে পরিবর্তন। মানুষ এখন নগদ অর্থ রাখার চেয়ে ডিজিটালের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এই কারণে ঘরে নগদ অর্থ রাখার অভ্যাসও কমে গেছে অনেকের। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা কিনা আজও বাড়িতে নগদ অর্থ রাখেন। এমতাবস্থায় বাড়িতে ঠিক কতো টাকা নগদ রাখা যায় এটা না জানা থাকলে কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হতে পারে তখন। তাই জেনে নেওয়া ভালো যে বাড়িতে ঠিক কতো টাকা নগদ রাখা যায়।

বাড়িতে নগদ অর্থ রাখা কোন অপরাধের মধ্যে পড়ে না। আপনি আপনার বাড়িতে নগদ অর্থ রাখতেই পারেন। কোন জরুরী কাজে অনেকেই বাড়িতে নগদ অর্থ রেখে থাকেন। কিন্তু বাড়িতে নগদ অর্থ রাখার একটি লিমিট রয়েছে। যেই লিমিটের বাইরে যদি আপনি বাড়িতে নগদ অর্থ রাখেন এবং সেই খবর যদি আয়কর বিভাগের কানে পৌঁছায় তাহলে আপনার বাড়িতে হানা দিয়ে সেই অর্থ বাজেয়াপ্ত করা হতে পারে। এখানেই শেষ নয়, আপনার কাছ থেকে যে পরিমাণ নগদ পাওয়া যাবে সেটা ছাড়াও ৩৭ শতাংশ পর্যন্ত ট্যাক্স দিতে হতে পারে আপনাকে।

RBI office

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, আপনি আপনার বাড়িতে সর্বোচ্চ ২০ হাজারের উপরে নগদ অর্থ রাখতে পারবেন না। যদি রাখেন তাহলে এর সঠিক হিসেব আপনাকে দিতে হবে। ‌এছাড়াও একদিনে কারো কাছ থেকে আপনি নগদ ২ লক্ষ টাকা নিতে পারবেন না। এছাড়াও ব্যাংক থেকে একদিনে ৫০ হাজার টাকার বেশি লেনদেন কিংবা টাকা তুলতে হলে আপনাকে প্যান কার্ড ব্যবহার করতে হবে। এছাড়াও নগদ অর্থ নিয়ে আরো কিছু নিয়ম রয়েছে আয়কর বিভাগের।

আয়কর বিভাগের নতুন আইন অনুযায়ী, আপনি একদিনে নগদ ২ লক্ষ টাকার বেশি কেনাকাটা করতে পারবেন না। এটি করতে হলে আপনাকে আধার এবং প্যান কার্ড দেখাতে হবে। শুধু তাই নয়, এক বছরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ২০ লক্ষ টাকার বেশি নগদ জমা করার পরে আধার এবং প্যান কার্ড দেখাতে হবে আপনাকে।

আপনার জন্য
WhatsApp Logo