আপনার কি একটি পাকা বাড়ি আছে যেটি কিনা ভাঙা? অথচ সেই ভাঙা বাড়ি মেরামত করার মতো আপনার কাছে কি পর্যাপ্ত পরিমাণে টাকা নেই? তাহলে আর চিন্তা নেই আপনার। কারণ এবার সরকার আপনার সেই ভাঙা বাড়ি মেরামত করার জন্য আপনাকে টাকা দেবে। আর সেই টাকা আপনি পাবেন সরাসরি আপনার ব্যাংক একাউন্টে (bank account).
জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের সমস্ত গভীর মানুষদের যাদের কাছে কিনা পাকা বাড়ি নেই, যারা কিনা থাকেন বাশ দিয়ে তৈরি অথবা মাটির তৈরি ঘরে, সেই সমস্ত গভীর মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তাদের পাকা বাড়ি তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে এবারে যাদের পাকা বাড়ি আছে কিন্তু সেই বাড়ি ভাঙা, অথচ সেই ভাঙা বাড়ি মেরামত করার মতো টাকা নেই, সেই সমস্ত মানুষদের ভাঙা বাড়ি মেরামত করার জন্য তাদের ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। তাই আপনিও যদি এই মানুষদের মধ্যে হয়ে থাকেন যাদের বাড়ি মেরামত করার জন্য টাকার প্রয়োজন তাহলে বিস্তারিত পড়তে থাকুন। এই টাকা আপনি কিভাবে পাবেন তাই জানানো হবে এই প্রতিবেদনে।
ভাঙ্গা বাড়ি মেরামত করার জন্য ৪০ হাজার টাকা দেওয়া হচ্ছে Ambedkar Navinikaran Yojana-র মাধ্যমে। এবং এই টাকা পেতে হলে আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে। যদি আপনি হরিয়ানার বাসিন্দা হয়ে থাকেন তাহলেই আপনি ভাঙা বাড়ি মেরামতের জন্য এই ৪০ হাজার টাকা পাবেন। এর জন্য আপনাকে হরিয়ানা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট saralharyana.gov.in যেতে হবে। এরপর আপনি সেই ওয়েবসাইটে আবেদন পত্রের লিঙ্ক পেয়ে যাবেন। জানিয়ে দেই যে, আবেদন করার পর আপনার আবেদন পত্রটি Approve হলে আপনাকে প্রথমে ৩০ হাজার টাকা দেওয়া হবে। এরপর দেয়া হবে বাকি ৫০ হাজার টাকা।