৩১ মার্চের আগে আধার-প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক। এটা হয়তো সকলেরই জানা। আর তা না হলে বাতিল হয়ে যাবে প্যান কার্ড, সঙ্গে করা হবে ১০,০০০ টাকা জরিমানা। কিন্তু এটা হয়তো অনেকেই জানেন না যে, ৩১ মার্চের আগে শুধু আধার-প্যান লিঙ্ক নয় করতে হবে আরোও ৪টি গুরুত্বপূর্ণ কাজ। যেই কাজ গুলো না করলে আপনাকে আরও সমস্যার মধ্যে পড়তে হতে পারে।
চলুন তাহলে এক এক করে জেনে নেই যে, আধার-প্যান লিঙ্ক করা ছাড়াও কোন ৪টি কাজ ৩১ মার্চের আগে আপনাকে অবশ্যই করতে হবে।
এই কাজ গুলো সারতে হবে ৩১ মার্চের আগে:
১) মিউচুয়াল ফান্ড- আপনার যদি মিউচুয়াল ফান্ডে একাউন্ট থেকে থাকে তাহলে সেই একাউন্টের সঙ্গে নমিনির নাম ৩১ মার্চের আগে জুড়তে হবে। এই কাজ ৩১ মার্চের পরে করলে হবে না।
২) শেয়ার বাজার– আপনি যদি শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে ৩১ মার্চের আগে সেখানে আপনার ফোন নম্বর এবং ইমেইল আইডি আপডেট (update) করতে হবে। অনর্থা আপনি লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
৩) আইটিআর ফাইল– ৩১ মার্চের আগে আপনাকে ITR ফাইল করতে হবে। না হলে ট্যাক্স ছাড় পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৪) ভোটার-আধার লিঙ্ক– আধার-প্যান লিঙ্কের মতোই ৩১ মার্চের আগে করাতে হবে ভোটার-আধার লিঙ্ক। ভোটার-আধার লিঙ্ক করানোর ঘোষণা কেন্দ্রীয় সরকার বহু আগেই ঘোষণা করেছিল। কিন্তু একটি সুখবর রয়েছে, আর তা হলো আধার-প্যান লিঙ্কের মতো ৩১ মার্চের আগে ভোটার-আধার লিঙ্ক করানো ততটা বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় সরকার আরো ৬ মাস সময় দিয়েছে ভোটার-আধার লিঙ্ক করানোর জন্য। অর্থাৎ আপনি ২০২৩ সালের শেষের দিকেও ভোটার-আধার লিঙ্ক করাতে পারেন।