Wednesday, September 18, 2024

হোয়াটসঅ্যাপ করার সময় এই ২টি ভুল, আপনার মেসেজ কেউ পড়ে চলেছে গোপনে, সাবধান

বর্তমানে আমরা সবাই WhatsApp ব্যাবহার করি। সারা বিশ্বে এর ডাউনলোড সংখ্যা রয়েছে প্রায় কয়েক বিলিয়ন। যেহেতু WhatsApp এতো জনপ্রিয় তাই মাঝে মাঝেই WhatsApp হ্যাক হওয়ার খবর উঠে আসে বিভিন্ন মিডিয়াতে। তবে WhatsApp হ্যাক হওয়ার অবশ্য কারণ রয়েছে। আপনার করা ভুলের কারণেই হ্যাক হচ্ছে আপনার WhatsApp। আপনার মেসেজ কেউ পড়ে চলেছে গোপনে। তাই WhatsApp সুরক্ষিত রাখতে এই দুটি ভুল কখনোই করবেন না।

 

এই দুটি ভুল হতে পারে মারাত্মক: 

১) অজানা অ্যাপ: আমরা অনেক সময়ই বিভিন্ন অজানা Apps ডাউনলোড করে থাকি মোবাইলে। আবার কেউ কেউ WhatsApp স্টিকার ডাউনলোড করে থাকেন বিভিন্ন জায়গা থেকে। আমরা আপনাকে জানিয়ে দেই যে, এই সমস্ত Apps গুলি আপনার WhatsApp ডেটা চুরি করতে পারে। এরপর সেই ডেটা বিক্রি করে দেয় বিভিন্ন কোম্পানির কাছে।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২)ওয়েব হোয়াটসঅ্যাপ: আপনার অজান্তেই আপনার WhatsApp মেসেজ কেউ পড়ছে কিনা তা বোঝার জন্য সবচেয়ে ভালো একটি উপায় হলো হোয়াটসঅ্যাপ ওয়েব। এই হোয়াটসঅ্যাপ ওয়েবের সাহায্য একই ফোনে দুটি WhatsApp চালানো যায়। এই হোয়াটসঅ্যাপ ওয়েব বিশেষ ভাবে বানানো হয়েছে ডেক্সটপের জন্যে। তাই চেক করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ ওয়েবে অন্য কোন ডিভাইস যুক্ত রয়েছে কিনা। এটা বোঝার জন্য WhatsApp app এর ৩ ডটে গিয়ে ক্লিক করুন link device এ।

WhatsApp web
একটি ডিভাইস যুক্ত রয়েছে।
আপনার জন্য
WhatsApp Logo