আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের কথা ভেবে তাদের আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকারি যোজনা নিয়ে আসেন। যেমন কন্যাশ্রী, শিক্ষার্থী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবার যে নতুন সরকারি যোজনা নিয়ে এসেছেন, সেটা মূলত আমাদের রাজ্যের কৃষক ভাইদের জন্য। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এই বিশেষ যোজনা শুরু করেছেন। এই যোজনার যার নাম কৃষক বন্ধু প্রকল্প। আপনি এই সম্পর্কে আজকে জানতে পারলেও কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছিল মূলত ২০১৯ সালেই। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি কৃষককেই মাসিক এক হাজার টাকা বা বার্ষিক ১০,০০০ টাকা পর্যন্ত অনুদান করে থাকেন। এবং এই ১০,০০০ টাকা আমাদের রাজ্যের যে-কোনো কৃষক পেতে পারেন।।
কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Prakalpa):
কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের ১৮ থেকে ৬০ বছর বয়স্ক কৃষকদের বার্ষিক ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এই অনুদান পাওয়া কালীন যদি কোনো কৃষকের মৃত্যু ঘটে,তাহলে রাজ্য সরকার সেই কৃষকের পরিবারকে দুই লক্ষ টাকা পর্যন্ত দিয়ে থাকে।। যদি কোনো কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে চায়,তাহলে সবার আগে তার একটি বৈধ ব্যাংক একাউন্ট অবশ্যই থাকতে হবে। সেই সঙ্গে তার কিছু অন্যান্য কিছু ডকুমেন্টস, যেমন-ভোটার কার্ড,আধার কার্ড,ব্যাংক একাউন্ট, জমির যাবতীয় তথ্য, মোবাইল নম্বর ইত্যাদি।।
Krishak Bandhu Prakalpa Online Application: এখন যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে চাইছেন তাদের অবশ্যই সবার আগে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে হবে যারা অনলাইন আবেদন করতে চান তাদের এই http://krishakbandhu.net/ ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আবেদন সম্পন্ন করার পর প্রথম মাসে যদি আপনার একাউন্টে ২০০০ টাকা ঢুকে,তাহলে ভাববেন আপনার আবেদন সফল হয়েছে। এবং আপনি এই প্রকল্প থেকে বার্ষিক দশ হাজার টাকা করে পাবেন।।