আপনি কি আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাতে চাচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর জন্য টাকা দিচ্ছে সরকার। কিভাবে পাবেন সেই টাকা? জানুন বিস্তারিত।
বর্তমানে বিদ্যুতের খরচ অনেকটাই বেড়েছে। তাই আপনি যদি বিদ্যুত বিল থেকে মুক্তি পেতে চান তাহলে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানো একটি বুদ্ধিমানের কাজ হবে। কারণ সোলার প্যানেলের শক্তিশালী ব্যাটারি (battery) দিনের বেলাতে সূর্যের আলোতে চার্জ হয়ে রাতের বেলায় আপনাকে ভরপুর বৈদ্যুতিক সার্ভিস দেবে তাও আবার ফ্রিতে। এদিকে আবার লাভবান হবে সরকার। কারণ এতে দেশে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেকটাই কমবে। এই কারণেই সরকার Solar Rooftop Scheme-এর মাধ্যমে প্রত্যেক বাড়িতে সোলার প্যানেল লাগানোর জন্য টাকা দিচ্ছে। জানুন এই টাকা পেতে হলে কি করতে হবে আপনাকে।
এই টাকা পাওয়া নির্ভর করছে আপনি আপনার বাড়ির ছাদে কেমন ধরনের সোলার প্যানেল লাগাতে চান। অর্থাৎ আপনার কতো ইউনিট বিদ্যুতের প্রয়োজন। ধরুন আপনার বাড়িতে ২-৪টি ফ্যান, ১টি ফ্রিজ, ৬-৪টি LED লাইট রয়েছে, এর জন্য আপনার ৬ থেকে ৮ ইউনিট বিদ্যুতের প্রয়োজন হবে। আর সেই হিসেবে করেই সরকার আপনাকে সোলার প্যানেল লাগানোর জন্য ৪০% ভর্তুকিতে টাকা দেবে। ধরুন আপনি ৩ কিলোওয়াটের সোলার প্যানেল আপনার বাড়ির ছাদে আপনি বাসাতে চাইছেন, তার জন্য সরকার আপনাকে ৪০ শতাংশ ভর্তুকিতে ৪৭ হাজার টাকা দেবে। আর এদিকে আপনাকে শুধু সোলার প্যানেল লাগানোর জন্য দিতে হবে কেবল ৭২ হাজার টাকা। উল্টো দিকে ভর্তুকি বাদে ৩ কিলোওয়াটের সোলার প্যানেলের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ সরকার আপনাকে প্রায় অর্ধেক দামের ভর্তুকি দিচ্ছে।
বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর জন্য আপনাকে solarrooftop.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। জানিয়ে রাখি যে, এই সব সোলার প্যানেল গুলোর সর্বোচ্চ মেয়াদ হচ্ছে ২৫ বছর।