বতর্মানে যতো দিন যাবে আপনার বাচ্চার পড়াশোনার খরচ ছাড়াও অন্যান্য খরচ বাড়তে থাকবে। ভবিষ্যতে আপনার বাচ্চার উচ্চশিক্ষা, বিয়ের খরচ ছাড়াও আরও নানা ধরনের খরচ থাকবে। এই অবস্থায় সেই সব ধরনের খরচের চিন্তা কমাতে আপনি SBI-এর একটা বিশেষ স্কিমে টাকা রাখতে পারেন।। SBI-এর এই বিশেষ স্কিমে আপনি যেই টাকা রাখবেন, সেই জমা টাকায় অনায়াসেই আপনার ছেলে-মেয়ের উচ্চশিক্ষার খরচ, বিয়ের খরচ ছাড়াও অন্যান্য সব ধরনের খরচ চলে যাবে।
SBI-এর বিশেষ স্কিমের নাম SBI Child Plan Fixed deposit Scheme. এস.বি.আই- এর বিশেষ এই স্কিম আপনি এক লক্ষ টাকায় কিনতে পারেন এবং এখানে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত জমা করতে পারেন। তবে এক লক্ষ টাকা জমা করে সেই এক লক্ষ টাকা এক কোটি টাকায় রূপান্তরিত করতে আপনাকে অবশ্যই একটি দীর্ঘ সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে হবে। কারণ যতো দীর্ঘ সময়ের জন্য আপনি টাকা বিনিয়োগ করবেন সেখান থেকে আপনি ততো বেশি পরিমাণে সুদ পাবেন।।
এসবিআই-এর এই বিশেষ স্কিমে টাকা রাখার জন্য আপনার বয়স অবশ্যই ২১ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। এবং আপনার সন্তানের বয়স অবশ্যই ০ ধরে ১৩ বছরের মধ্যে থাকতে হবে। আপনি এই স্কিমে মাসিক, অর্ধ বার্ষিকী বা বার্ষিকী হিসেবেও টাকা জমা করতে পারেন। আপনি এখানে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর জন্য টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি আপনার সন্তানের জন্য টাকা রাখলে যখন আপনার সন্তানের বয়স ১৮ হবে, তখন আপনি সেই টাকাটা বছরে চারবার কিস্তি হিসেবে পাবেন। এভাবে আপনি আপনার জমানো টাকাটা ২৫ বছর পর্যন্ত পাবেন।