Wednesday, September 18, 2024

এই নম্বর গুলি থেকে ফোন আসলে কল রিসিভ করবেন না! ফাঁকা হয়ে যাবে ব্যাংক একাউন্ট! সতর্ক করলো RBI

বর্তমানে বেশিরভাগ মানুষই স্মার্টফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে অনলাইন ব্যাংকিং-এর সমস্ত কাজ বাজ করে থাকেন। তাই সম্ভাবনা রয়েছে এমন মানুষদের ব্যাংক জালিয়াতির শিকার হওয়ার। কারণ মাঝে মাধ্যমেই বিভিন্ন অজানা নম্বর থেকে কল বা SMS আসে তাদের কাছে। আর সেই কল বা SMS রিসিভ করতেই হ্যাকাররা কিংবা অনলাইন প্রতারকদের ফাঁদে পড়ে খুইয়ে বসেন তাঁরা তাঁদের ব্যাংকের সমস্ত ডিটেলস। পরবর্তীতে ফাঁক হয়ে যায় তাদের ব্যাংক একাউন্ট। তাই ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI এধরনের মানুষদের জন্য খুবই চিন্তিত।

 

RBI বলে, আপনি খুব সহজেই হ্যাকারদের নম্বর সনাক্তকরণ করতে পারবেন। বিভিন্ন স্প্যাম নম্বর যদি আপনি আগে থেকেই সনাক্ত করতে পারেন তাহলে সেই সমস্ত কল রিসিভ করার কোন প্রশ্নই উঠে না। বদলে আপনি আপনার ফোনে আসা বিভিন্ন স্প্যাম নম্বর গুলো ব্লক করে দিতে পারেন। পরবর্তি এসব স্প্যাম নম্বর গুলো থেকে কখনোই আর আপনার কাছে কল বা SMS আসবে না।

 

কিভাবে স্প্যাম নম্বর সনাক্তকরণ করবে: LinkedIn- এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল প্লে স্টোরে এমন অনেক এপ্লিকেশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি স্প্যাম নম্বর সনাক্তকরণ করতে পারবেন এবং স্প্যাম কল চিরতরে ব্লক করতে পারবেন। এইসব এপ্লিকেশন গুলোর মধ্যে অন্যতম দুটি এপ্লিকেশন হচ্ছে, SpamAssassin এবং Botnet Checke.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

জানিয়ে দেই যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI-এর নির্দেশে আগামি ৩০ দিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ১০ সংখ্যার কিছু মোবাইল নম্বর। যেই মোবাইল নম্বর গুলো এতো দিন স্প্যাম নম্বর হিসাবে মানুষদের বিভিন্ন স্প্যাম কল বা স্প্যাম SMS করে আসতো কিংবা যারা পরবর্তীতে মানুষদের বিভিন্ন স্প্যাম কল এবং স্প্যাম SMS করবে তাদের ফোন নম্বর বন্ধ করবে TRAI। TRAI এর নির্দেশে এসব ফোন নম্বর গুলো বন্ধ হলে অনেকটাই কমবে ব্যাংক জালিয়াতির ঘটনা।

 

এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিন ভারতের ১০০টির বেশি স্প্যাম নম্বর।https://cyberdecode.in/

আপনার জন্য
WhatsApp Logo