Wednesday, September 18, 2024

৬০ টাকায় জিনিস কিনে ১৫০ টাকায় বিক্রি, এই ব্যাবসা করে মাসে ৩০ হাজার টাকা আয় করা কোন বড় ব্যাপার না!

আপনি হয়তো দেখে থাকবেন, কোনো একটা কোম্পানির কর্মচারিদের যে T-Shirt দেওয়া হয়, তাতে কোম্পানির নাম বা লোগো দেওয়া থাকে। একইভাবে কারোর কারোর মোবাইলের ব্যাক কাভারেও তার নিজের ফটো প্রিন্ট করা থাকে। আগে এই জিনিস বেশি দেখা যেত না। কিন্তু বতর্মানে এই জিনিসটা প্রচুর পরিমাণে দেখা যায়। কারণ যত দিন যাচ্ছে এই জিনিসটার চাহিদা বাড়ছে। কিন্তু আপনি কী কখনো ভেবে দেখেছেন? এই কাজটা কিভাবে হয় বা এটা কিসের ব্যবসা? আপনার কী হয়তো কোনো ধারণাই নেই যে, কিভাবে হাতে গোনা কিছু লোক এই ব্যবসা করে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। যাদের মাথায় ব্যবসা শুরু করার ভাবনা এসেছে, তাদের জন্য আজকের এই নতুন ব্যবসার আইডিয়া। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই।।

 

Printing Business Idea:

আসলে যেই ব্যবসায় কোনো T-Shirt, পেন, কফির কাপ,মোবাইলের ব্যাক কভার ইত্যাদির ওপর বিভিন্ন লোগো বা টেক্সট প্রিন্ট করা হয়, সেটাকে বলা হয় প্রিন্টিং বিজনেস ( Printing Business)। এই ব্যবসা ছোটো বা বড়ো উভয়ই ভাবেই করা যায়। যদি আপনার হাতে বেশি টাকা থাকে তাহলে আপনি খুব বড়ো করে প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে পারেন। আর যদি আপনার হাতে সেরকম টাকা না থাকে তাহলে আপনি স্বল্প কিছু টাকা থেকেও প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে পারেন। আমার জানা মতে, সব কিছু মিলিয়ে আপনার ব্যবসা শুরু করতে খুব বেশি হলে 50 হাজার টাকাই খরচ হবে।।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে প্রিন্টিং-এর ব্যবসা থেলে লক্ষ লক্ষ টাকা রোজগার হয়? 

প্রিন্টিং এর ব্যবসা থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করার জন্য আপনাকে সবার প্রথমে কিছু মেশিন কিনে নিতে হয়। তারপর আপনাকে খুবই কম দামে কাঁচামাল কিনতে হয়। তারপর সেই কাঁচামালের উপর আপনি আপনার অর্ডার অনুযায়ী বা নিজের ইচ্ছে মতো বিভিন্ন রকম লোগো বা ডিজাইন বসাতে পারেন। এরপর সেটা বাজারে বিক্রি করতে পারেন।

 

এখন ধরা যাক – আপনার একটা T-Shirt কিনতে 50 টাকা লাগে। এরপর সেটা ডিজাইন বা প্রিন্ট করতে আরও 10 টাকা লাগে। এই ভাবে মোট খরচ হয় 60 টাকা। কিন্ত এই ডিজাইন করা শার্ট টাই আপনি বাজারে অনায়াসে 100 থেকে 150 টাকায় বিক্রি করতে পারবেন।। এইভাবে একমাসে যদি আপনি 500 টা প্রোডাক্ট সেল করতে পারেন, তাহলেও আপনার লাভ আসে 25000 টাকা। একইভাবে কফির কাপ, ব্যাক কভার সেল করেও আপনি অনায়াসে 30000 থেকে 50000 হাজার রোজগার করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo