Wednesday, September 18, 2024

পটেটো চিপস তৈরির ব্যবসা করে ইনকাম করুন মোটা টাকা, কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন রইলো বিস্তারিত

আলুর চিপস বা পটেটো চিপস এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করে। সস্তার একটা জিনিস তার ওপর খেতে ভালো,এই কারণেই এর জনপ্রিয়তা এতো বেশি। আপনি চাইলে পটেটো চিপসের এই জনপ্রিয়টাকেই কাজে লাগাতে পারেন। এবং এটাকে কাজে লাগিয়ে আপনি একটা নতুন ধরনের ব্যবসা শুরু করতে পারেন। এটাকে নতুন ধরনের ব্যবসা বলছি কারন আপনার এলাকাতে আপনিই সেই প্রথম ব্যক্তি হবেন যে এই ব্যবসা শুরু করবেন। পটেটো চিপসের ব্যবসা করে কত টাকা রোজগার করা যায়? কিভাবে শুরু করা যায়? কত টাকা লাগে? জানতে হলে পড়তে থাকুন।

 

পটেটো চিপসের ব্যবসা থেকে কত টাকা লাভ পাওয়া যায়?

প্রথমেই আসা যাক পটেটো চিপসের ব্যবসা করে আপনি কত টাকা রোজগার করতে পারবেন। এক্ষেত্রে সঠিকভাবে বলা যায়না যে আপনি কত টাকা আপনার রোজগার করতে পারবেন।

কিন্তু প্রথম প্রথম যখন আপনি ব্যবসা শুরু করবেন, তখন যদি আপনি বাজারে পাইকারজ হিসেবে বিক্রি করেন তাহলে আপনি সেখান থেকে ২০ থেকে ২৫ শতাংশ লাভ পাবেন। এবং যদি আপনি খুচরো মাল হিসাবে বিক্রি করেন তাহলে আপনি ১২ থেকে ১৫% লাভ পাবেন। ওটা ধরা যায় যদি আপনি প্রতিদিন ৫ হাজার টাকার মাল সেল করতে পারেন তাহলে সেখান থেকে লাভ হবে ১০০০ টাকা।। এইভাবে কমকরে আপনার মাসিক রোজগার হয় ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

চিপসের ব্যবসা কি করে শুরু করবেন?

চিপসের ব্যবসা শুরু করার জন্য আপনার বিভিন্ন ধরনের মেশিন এবং কিছু জায়গার প্রয়োজন হবে। আপনার টাকা কম থাকলে আপনি অটোমেটিক মেশিন নাও কিনতে পারেন। Potato Slicing Machine, Batch fryer, Spice coating machine আর Chips Packing Machine- এসব মেশিন কিনে নিয়ে আপনি নিজের বাড়িতে অথবা কোনো একটি দোকান ভাড়া নিয়ে খুব সহজেই পটেটো চিপসের ব্যবসা শুরু করতে পারবেন। এখন যদি ভাবেন যে এই ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে,তাহলে আনুমানিক একটা ধারণা দেওয়া যায়- মোটামুটি আড়াই থেকে তিন লক্ষ টাকা থেকে আপনি পটেটো চিপসের ব্যবসা শুরু করতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo