আজও বিনিয়োগের সেরা মাধ্যম হলো পোষ্ট অফিস (post office)। কারণ এখানে টাকা রাখলে উচ্চ হারে রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি পোষ্ট অফিসে টাকা বিনিয়োগ করলে ঝুঁকি কম থাকে। তাই আজ আমরা আপনাকে পোষ্ট অফিসের এমন একটি স্কিমের ব্যপারে জানাতে চলেছি যেই স্কিমের ব্যপারে জানেন শুধুমাত্র হাতে গোনা কয়েকজন। এই স্কিম আপনি টাকা রাখলে প্রতিমাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে ব্যাংক একাউন্টে পাবেন নগদ ৯ হাজার টাকা। তাই চলুন যেনে নেওয়া যাক পোষ্ট অফিসের সেই স্কিমের সমন্ধে বিস্তারিত।
পোষ্ট অফিসের এই স্কিমের নাম হচ্ছে, সিনিয়র সিটিজেন সেভিংস (post office senior citizen saving scheme)। জানা গেছে এই স্কিমে জানুয়ারি মাস ২০২৩ থেকে ৭.১ শতাংশ হারে সুদ বাড়ানো হয়েছে। শুধু তাই নয় ২০২৩-২০২৪ এর বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্বয়ং নিজে এই স্কিমে সুদ বাড়ানোর বিষয়ে বলেছিলেন। জানিয়ে দেই যে, এই স্কিমটি ৫ বছরের জন্য হতে চলেছে। তাই জেনে নিন এই স্কিমে আপনি কত টাকা জমা করলে ব্যাংকে প্রতিমাসে নগদ ৯ হাজার টাকা করে পাবেন।
এতো টাকা জমা করতে হবে: এই স্কিমে আপনাকে ৫ বছরের জন্য (যৌথ একাউন্ট) ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। আর এভাবেই প্রতিমাসে আপনি সুদ হিসেবে ব্যাংকে ৯ হাজার টাকা পাবেন। তবে এর অধীনে যৌথ অ্যাকাউন্টধারীদের বিনিয়োগ অনুযায়ী অর্থ প্রদান করা হবে। অন্যদিকে, আপনি যদি একটি অ্যাকাউন্টে ৯ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি মাসিক সুদ পাবেন ৫,৩৩৫ টাকা। আর এই টাকাও আপনার ব্যাংক একাউন্টে সরাসরি যোগ করা হবে।