Wednesday, September 18, 2024

মেয়ের বিয়ের জন্য পোষ্ট অফিস এই স্কিমে দিচ্ছে উচ্চ রিটার্ন! আপনিও ফায়দা উঠিয়ে নিন এভাবে

আপনার কি একটি মেয়ে রয়েছে যাকে আপনি ভবিষ্যতে বিয়ে দিতে চান? কিংবা আপনি কি পোষ্ট অফিসের (Post office scheme) এমন স্কিম খুঁজছেন যাতে টাকা রাখলে উচ্চ হারে রিটার্ন পাওয়া যায়? এবং সেই টাকা আপনি কাজে লাগাতে পারেন আপনার বৃদ্ধ বয়সে! তাহলে জেনে নিন পোষ্ট অফিসের এমন ২টি স্কিমের বিষয়ে যেখানে উচ্চ হারে রিটার্ন পাওয়ার পাশাপাশি এই স্কিম গুলো আপনার বৃদ্ধ বয়সকে সুরক্ষিত করবে।

 

 

 

এই ২টি স্কিমে টাকা বিনিয়োগ করুন: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) পোষ্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: এই স্কিমে আপনি টাকা বিনিয়োগ করলে ৪ শতাংশ হারে সুদ পাবেন। এই স্কিমটি অল্প বয়স্কদের জন্য বৃদ্ধ বয়সে সুরক্ষিত থাকার একটি স্কিম। এবং মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করে যে কেউই এই স্কিমে একাউন্ট খুলতে পারেন।

Post office Sukanya samriddhi Yojana

২) সুকন্যা সমৃদ্ধি প্রকল্প: পোষ্ট অফিসের এই স্কিমটি তৈরি করা হয়েছে মেয়েদের কথা মাথায় রেখে। এই স্কিমে আপনি টাকা বিনিয়োগ করলে ৭.৬ শতাংশ হারে সুদ পাবেন। তাই যারা মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তিত তাঁরা এই স্কিমে টাকা রাখতে পারেন। মেয়ের বিয়ের বয়স হয়ে গেলেই (২১ বছর) এই স্কিমের মেয়াদ শেষ হয়ে যাবে। এই স্কিমে আবেদন করার জন্য মেয়ের বয়স হতে সর্বনিম্ন ১০ বছর।

আপনার জন্য
WhatsApp Logo