Monday, September 16, 2024

বৃদ্ধ বয়সে হাতে একদম টাকা নেই? এই স্কিমের মাধ্যমে প্রতিমাসে ঘরে বসে আয় হবে ৯২৫০ টাকা

বৃদ্ধ বয়সে কারোর-ই আর মাসিক রোজগার থাকে না। যার ফলে বৃদ্ধ বয়সে এসে অনেককেই চরম আর্থিক দূর্দশার মধ্যে দিতে যেতে হয়। এই সমস্যায় যাতে না পড়তে হয়, তাই অনেকে বতর্মান সময়েই একটা ভালো পেনশন যোজনায় টাকা জমিয়ে রাখতে পছন্দ করেন। বতর্মানে ভারতে যেসব ভালো পেনশন যোজনা রয়েছে, তার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী ভয় বন্দনা যোজনা (PM Vay Vandana Yojana)। এটি এমন একটি পেনশন যোজনা যেখান থেকে আপনি সর্বনিম্ন প্রতিমাসে ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ৯ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।।

 

PM Vay Vandana Yojana: প্রধানমন্ত্রী ভয় বন্দনা যোজনায় সকল ভারতীয় নাগরিক নিজের ভবিষ্যতের জন্য টাকা জমা করতে পারেন। তবে এখানে আবেদনের জন্য হাতে সময় খুবই কম রয়েছে। ২০২৩ সালের মার্চ মাস পযর্ন্ত-ই আপনি আবেদন করতে পারেন। এই যোজনায় আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট- উভয় ধরনের অ্যাকাউন্টেই টাকা জমা করতে পারেন। এই যোজনায় আপনার জমা করা টাকার ওপর আপনি ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন।।

 

কিভাবে প্রতিমাসে ৯২৫০ টাকা পেনশন পাবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

National pension scheme

প্রধানমন্ত্রী ভয় বন্দনা যোজনা থেকে যদি আপনি প্রতিমাসে ১,০০০ টাকা পেনশন পেতে চান, তাহলে আপনাকে ১০ বছরের জন্য ১.৬২ লক্ষ টাকা জমা করতে হবে। আএ যদি আপনি প্রতিমাসে ৯২৫০ টাকা পেনশন পেতে চান, তাহলে আপনাকে ১০ বছরের জন্য ১৫ লক্ষ টাকা জমা করতে হবে। এই জমা করা টাকার ওপর আপনাকে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হবে। এভাবে সুদ + আসল মিলে আপনার খাতায় যেই টাকা জমা হবে, সেই টাকাই আপনাকে পেনশন হিসাবে দেওয়া হবে।। এখন আপনি প্রতিমাসে ১০০০ টাকা পেনশন পেতে চান নাকি ৯২৫০ টাকা, সেটা অবশ্যই আপনার বিনিয়োগ করা টাকার ওপর নির্ভর করবে।।

আপনার জন্য
WhatsApp Logo