Wednesday, November 20, 2024

কৃষকদের জন্য চালু হলো নয়া যোজনা, নাম PM PRANAM, কি এই যোজনা? জেনে নিন বিস্তারিত

ভারত একটি কৃষিভিত্তিক দেশ। তাই ভারতের অর্থনীতি অনেক ক্ষেত্রেই কৃষির ওপর নির্ভরশীল। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সহায়তা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকারি যোজনা চালু করেছেন। এবং সেই সমস্ত সরকারি যোজনার মাধ্যমে কৃষকরা উপকৃতও হয়েছেন। নতুন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের কৃষকদের একটু অন্যভাবে সাহায্য করার পরিকল্পনা করেছেন। প্রধানমন্ত্রীর এই নতুন সরকারি যোজনার নাম হল PM Promotion of Alternate Nutrients for Agriculture Management Yojana বা সংক্ষেপে PM-PRANAM।

 

PM-PRANAM যোজনা কী?

এতোদিন কৃষকরা নিজেদের ইচ্ছে মতো জমিতে সার ব্যবহার করতো। যার ফলে অধিক রাসায়নিক সার কেনার জন্য খরচ যেমন অনেক বেশি হতো? সেই সঙ্গে অতিরিক্ত সার ব্যবহার করার ফলে ফসল উৎপাদন কম হতো। তাছাড়া ও সবচাইতে বড় কথা হলো, বেশি সার প্রয়োগ করার ফলে জমির উর্বরতা নষ্ট হতো এবং জমির ক্ষতি হতো। কৃষকের যাতে এই সমস্ত ক্ষতি না হয় এবং অধিক ফসল উৎপন্ন হয়, সেজন্য প্রয়োজন তাদের সার ব্যবহার সম্পর্কে সচেতন করে তোলা। জমিতে কতটা সার প্রয়োজন এবং কিভাবে সার প্রয়োগ করতে হবে- এই সম্পর্কে তাদের সঠিক তথ্য দেওয়াই হলো PM-PRANAM যোজনার প্রধান উদ্দেশ্য।।

PM-PRANAM- যোজনায় কৃষকদের কিভাবে লাভ হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM-PRANAM-যোজনার মাধ্যমে কৃষকদের জমিতে ঠিক কতটা পরিমাণে সার দিতে হবে এবং ঠিক কোন কোন সার দিতে হবে সেই সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হবে।এর ফলে কৃষকরা নিজের জমির জন্য প্রয়োজন কিনতে পারবেন। এর আগে অতিরিক্ত সার কিনতে বা সার ব্যবহার করার জন্য কৃষকদের যেই টাকাটা অতিরিক্ত খরচ হতো, সেই টাকা টাকার খরচ হবে না। যার ফলে চাষে অতিরিক্ত খরচ থেকে তারা মুক্তি পাবেন। এই অতিরক্ত খরচের টাকাটা তাদের নিজের হাতেই থাকবে। ফলে আগের তুলনায় চাষের খরচ কম লাভ বেশি হবে। ফলে PM-PRANAM যোজনার মাধ্যমে কৃষকরা সরাসরি লাভের মুখ দেখতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo