Monday, September 16, 2024

এই কৃষকেরা পাবে না কিষাণ যোজনার ২০০০ টাকা, তালিকায় নাম দেখে এই নম্বরে ফোন করুন

পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে যে সমস্ত মানুষ কৃষি কাজের সাথে যুক্ত তাদের প্রতিবছর ব্যাংক একাউন্টে ৬০০০ টাকা করে দেন প্রধানমন্ত্রী মোদী। ঠিক এবারেও ১৩ তম কিস্তির ২০০০ টাকা সমস্ত কৃষকদের মানুষের ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চলেছেন মোদি। মনে করা হচ্ছে যে, এই ১৩তম কিস্তির টাকা খুব তাড়াতাড়িই পাঠানো হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১৩ তম কিস্তির টাকা ২৪ ফেব্রুয়ারি (February) মধ্যে দেওয়া হবে কৃষকদের ব্যাংক একাউন্টে।

 

কিষাণ সম্মান নিধি ২০১৯ সালে চালু করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এর মূল কারণ ছিল দেশে চাষযোগ্য জমি এবং সমস্ত জমির মালিক কৃষক পরিবারকে সহায়তা প্রদান করা। এবং তার জন্য এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের অধীনে প্রতি বছর ৬০০০ টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেন মোদী। তবে এবারে একটি খবর উঠে আসছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বিষয়ে। যেখানে বলা হয়েছে যে, এবারে ব্যাংকে ১৩ কিস্তির ২০০০ টাকা পাবেন না বহু কৃষক। এজন্য সরকার একটি তালিকা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে আপনারও যদি সেই তালিকায় নাম না থাকে তাহলে সরকার কর্তৃক জারি করা কিছু ফোন নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন।

 

এভাবে তালিকায় নিজের নাম চেক করুন:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২ হাজার টাকা আপনি পাবেন কিনা দেখার জন্য আপনাকে পিএম কিষাণ সম্মান নিধির যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ যেতে হবে। এরপর Farmer Corner এই অপশনে ক্লিক করতে হবে আপনাকে। এরপর এখানে আপনি সহ আরো বাকি কৃষকদের নামের তালিকা দেখতে পাবেন। যদি আপনার কিষাণ সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইটে ekyc করা থাকে তাহলেই আপনি আপনার ১৩তম কিস্তির ২ হাজার ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন। এরজন্য তালিকার স্ট্যাটাসের পাশে YES কথাটি লেখা থাকবে।

Pm Kishan Yojana eKyc full process in online

কিভাবে ekyc করবেন?

১) প্রথমে আপনার পিএম কিষাণ সম্মান নিধির যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ যেতে হবে।

২) এরপর ডান দিকের পেজ থাকা ekyc অপশনে ক্লিক করতে হবে আপনাকে।

৩) এবার আপনার আধার কার্ড নম্বর এবং ক্যাপচা কোড ফিলাপ করে সার্চ অপশনে ক্লিক করুন।

৪) এরপর আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি লিখুন উক্ত ঘরে। এরপর Get OTP অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর আপনার দেওয়া বিবরণ যদি সাইটে দেওয়া বিবরণের সাথে সম্পুর্ন মিলে যায় তাহলে আপনার ekyc সম্পুর্ন হয়ে গিয়েছে।

 

তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করুন:

অফিসিয়াল email ID- pmkisan-ict@gov.in-এ। ফোন করুন 155261 ,1800115526, 011-23381092 এই টোল ফ্রি নম্বর গুলিতে।

আপনার জন্য
WhatsApp Logo