Wednesday, November 20, 2024

ব্যাংক একাউন্টে প্রচুর সংখ্যক টাকা পাঠাচ্ছে প্রধানমন্ত্রী! এই কাজটি না করলে টাকা এসেও ফিরে যাবে

পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে যে সমস্ত মানুষ কৃষি কাজের সাথে যুক্ত তাদের প্রতিবছর ব্যাংক একাউন্টে ৬০০০ টাকা করে দেন মোদী সরকার। ঠিক এবারেও ১৩ তম কিস্তির আগে সমস্ত কৃষি প্রধান মানুষের ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চলেছেন মোদি। মনে করা হচ্ছে যে, এই ১৩তম কিস্তির টাকা খুব তাড়াতাড়িই পাঠানো হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১৩ তম কিস্তি টাকা ২৪ ফেব্রুয়ারি (February) মধ্যে দেওয়া হবে কৃষকদের ব্যাংক একাউন্টে।

 

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ২০১৯ সালে চালু করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এর মূল কারণ ছিল দেশে চাষযোগ্য জমি এবং সমস্ত জমির মালিক কৃষক পরিবারকে সহায়তা প্রদান করা। এবং তার জন্য এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের অধীনে প্রতি বছর ৬০০০ টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেন মোদী।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

জেনে নিন কি কারণে ১৩ তম কিস্তির টাকা আটকে যেতে পারে: 

এই টাকা আটকে যেতে পারে কারণ যদি আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধির যোজনার অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে ekyc না করে থাকেন। তাই eKyc কিভাবে করবেন অবিলম্বে যেনে নিন।

 

এভাবে করুন ekyc:

১) প্রথমে আপনার পিএম কিষাণ সম্মান নিধির যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ যেতে হবে।

২) এরপর ডান দিকের পেজ থাকা ekyc অপশনে ক্লিক করতে হবে আপনাকে।

৩) এবার আপনার আধার কার্ড নম্বর এবং ক্যাপচা কোড ফিলাপ করে সার্চ অপশনে ক্লিক করুন।

৪) এরপর আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি লিখুন উক্ত ঘরে। এরপর Get OTP অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর আপনার দেওয়া বিবরণ যদি সাইটে দেওয়া বিবরণের সাথে সম্পুর্ন মিলে যায় তাহলে আপনার ekyc সম্পুর্ন হয়ে গিয়েছে।

আপনার জন্য
WhatsApp Logo