পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে যে সমস্ত মানুষ কৃষি কাজের সাথে যুক্ত তাদের প্রতিবছর ব্যাংক একাউন্টে ৬০০০ টাকা করে দেন মোদী সরকার। ঠিক এবারেও ১৩ তম কিস্তির আগে সমস্ত কৃষি প্রধান মানুষের ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চলেছেন মোদি। মনে করা হচ্ছে যে, এই ১৩তম কিস্তির টাকা খুব তাড়াতাড়িই পাঠানো হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১৩ তম কিস্তি টাকা ২৪ ফেব্রুয়ারি (February) মধ্যে দেওয়া হবে কৃষকদের ব্যাংক একাউন্টে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ২০১৯ সালে চালু করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এর মূল কারণ ছিল দেশে চাষযোগ্য জমি এবং সমস্ত জমির মালিক কৃষক পরিবারকে সহায়তা প্রদান করা। এবং তার জন্য এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের অধীনে প্রতি বছর ৬০০০ টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেন মোদী।
জেনে নিন আপনার কিষাণ সম্মান নিধির ১৩ তম কিস্তির স্ট্যাটাস কিভাবে দেখবেন:
১) প্রথমে আপনাকে পিএম কিষাণ নিধির অফিসিয়াল ওয়েবসাইট www.pmKisan.gov.in এ যেতে হবে। এরপর আপনি সেখানে পেমেন্ট সাকসেস ট্যাবের অধীনে ভারতের মানচিত্র দেখতে পাবেন।
২) এরপর dashboard নামের একটি একটি হলুদ রঙের লেখা আছে সেখানে ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ খুলবে আপনার সামনে।
৩) এবার গ্রাম ড্যাশবোর্ড ট্যাবে আপনার সমস্ত বিবরণ দিয়ে ok অপশনে এ ক্লিক করুন। এরপর যে রাজ্যে, জেলা, উপ-জেলা বা পঞ্চায়েতে আপনি থাকেন তা সিলেক্ট করুন।
৪) এরপর ‘শো’ বাটনে ক্লিক করলেই আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধির সম্পূর্ণ বিবরণ দেখতে পারবেন।