Tuesday, December 3, 2024

এবার এতো টাকা আয়ের উপরেও দিতে হবে ৩০% কর! মাথায় হাত বড়লোকদের

বাজেট ২০২৩ পেশ হয়ে গেছে। আর এই ২০২৩ এবং ২০২৪ সালের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এটাই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট যা ছিল ২.০। আর এই বাজেট সংক্রান্ত আয়করের একটি গুরুত্বপূর্ণ খবর সামনে উঠে আসছে। যা অনেকেই হয়তো জানেন না। জানা গেছে, এবারের বাজেটে বড়লোকের মাথায় হাত পড়তে চলেছে, কারণ একটি নির্দিষ্ট আয়ের উপরেও ৩০ শতাংশ কর দিতে হবে তাদের।

 

বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এবারের বাজেটে করদাতাদের স্বস্তি দেওয়ার সময়, নতুন ব্যক্তিগত আয়কর ব্যবস্থায় স্ল্যাবের সংখ্যা কমিয়ে ৫-এ নামিয়ে আনা হয়েছে। এছাড়াও পাশাপাশি বাড়ানো হয়েছে কর ছাড়ের সীমাও। এবং ট্যাক্স স্ল্যাব পরিবর্তন করে তা বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। তাই আর বিলম্ব না করে জেনে নিন আপনি বছরে কতো টাকা উপার্জন করলে আপনাকে কতো টাকা কর দিতে হবে। নিচে এরজন্য চার্ট দেওয়া হল।

 

বছরে এতো টাকা আয় করলে এতো টাকা কর দিতে হবে আপনাকে (বাজেট ২০২৩-২৪ এর নিয়ম)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian rupee

০ থেকে ৩ লক্ষ টাকা, এর জন্য – ০% কর।

৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা – এর জন্য ৫% কর।

৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা – ১০% কর।

৯ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা – ১৫ শতাংশ কর/ ট্যাক্স।

12 লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা – ২০% কর।

১৫ লক্ষ টাকার উপরে হলে – ৩০ শতাংশ ট্যাক্স দিতে হবে আপনাকে।

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, আপনার বার্ষিক ইনকাম যদি ১৫ লক্ষ টাকার উপরে হয় তাহলে আপনার ইনকাম থেকে সরকারকে ৩০ শতাংশ কর দিতে হবে। পাশাপাশি ২০২৩-২৪ সালের বাজেটে সরকার নতুন কর ব্যবস্থায় সর্বোচ্চ হারে সারচার্জ বর্তমানে ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে। ।

আপনার জন্য
WhatsApp Logo