Friday, November 22, 2024

এই লোকদের PAN-addhar লিঙ্ক করানোর কোন প্রয়োজন নেই! দিতে হবে না জরিমানা, বাতিলও হবেনা প্যান কার্ড

৩১ মার্চ ২০২৩, প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। নয়তো বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ডটি, এছাড়াও আপনাকে জরিমানা করা হবে ১ হাজার থেকে ১০ হাজার টাকা। আর এই খবরটি শুনে অনেকেই হয়তো ছুটছেন নিজেদের প্যান-আধার লিঙ্ক করানোর জন্য। কিন্তু আপনি কি জানেন এমন অনেকে আছেন যাদের কিনা প্যান-আধার লিঙ্ক করানোর কোন প্রয়োজন নেই।

 

এমনকি এই প্যান-আধার যদি তাঁরা লিঙ্ক না করেন তাহলে তাদের প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে না। এমনকি ১০ হাজার টাকাও জরিমানা করা হবে না তাদের। আর সেই লিস্টে কিন্তু আপনারও নাম থাকতে পারে। তাই জেনে নিন কাদের কাদের প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর কোন প্রয়োজন নেই।

 

এইসব লোকদের প্যান-আধার লিঙ্ক করানোর কোন প্রয়োজন নেই: আপনি কি সম্প্রতি আপনার প্যান কার্ড তৈরি করেছিলেন? কিংবা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (income tax department) তরফ থেকে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে এই বিজ্ঞপ্তি জারি হবার পরে আপনি কি আপনার প্যান কার্ড তৈরি করেছিলেন? তাহলে আর চিন্তার কিছু নেই। কারণ আপনার প্যানের সাথে আধার লিঙ্ক করা হয়ে গেছে। তার কারণ হলো, আপনি যখন আপনার প্যান কার্ড বানাতে দিয়েছিলেন তাতে কিন্তু আপনার আধার নম্বর (আধার কার্ডের জেরক্স) ডকুমেন্টস হিসেবে দিতে হয়েছিল। তাই আপনার প্যান কার্ডটি তৈরি হবার পর তাঁতে কিন্তু প্যান-আধার লিঙ্ক হয়ে গেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

যদি আপনার প্যান আধার লিঙ্ক হয়ে থাকে তাহলে নিচে দেওয়া ছবিটি লক্ষ্য করুন। ‘Addhar is already linked to PAN’ এমন একটি মেসেজ শো করবে আপনাকে।

PAN addhar link status

আপনার আধার-প্যান লিঙ্ক আছে কিনা https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar এই ওয়েবসাইটে গিয়ে চেক করুন।

আপনার জন্য
WhatsApp Logo