আপনি কি একজন মহিলা? আপনি কি ব্যাবসা-বাণিজ্য করে স্বাবলম্বি হতে চাইছেন? তাহলে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত সংবাদ। কারণ আপনার এই মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ করবে সরকার। কারণ সরকারের একটি স্কিমের মাধ্যমে আপনি পেতে চলেছেন পুরো ২৫ লাখ টাকার ব্যবসায়িক লোন (business loan)। আর এই লোন কোন প্রকার কোন গ্যারান্টি ছাড়াই আপনাকে দেবে সরকার। জেনে নিন এই লোনের বিষয়ে বিস্তারিত।
সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে নারীরা এখনো অনেক দিক থেকে পিছিয়ে আছে পুরুষদের থেকে, তাই নারীরাও যাতে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাই তাদের স্বাবলম্বি করার জন্য কেন্দ্র সরকার দেশের সমস্ত নারীদের নারী শক্তি প্যাকেজ স্কিমের (Nari Shakti Package Scheme) মাধ্যমে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসায়িক লোন দিচ্ছে তাও আবার বিনা গ্যারান্টিতে। এরফলে যেসমস্ত নারীরা ব্যবসা করে স্বাবলম্বি হতে চাইছেন তাদের উদ্যোক্তার সংখ্যা আরও বাড়ে।
কি করতে হবে এই লোন পাওয়ার জন্য:
কেন্দ্রীয় সরকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে মিলে নারী শক্তি প্যাকেজ স্কিম চালু করেছে। তাই এই লোন পাওয়ার জন্য আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) শাখাতে গিয়ে যোগাযোগ করতে হবে। এবং এই লোন পাওয়ার জন্য আপনার থাকতে হবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, এবং ব্যবসা সংক্রান্ত সমস্ত নথি।
২৫ লাখ টাকার লোন: এই লোন পেতে হলে যে নারীরা এই লোন নেবেন তার ব্যবসায় কমপক্ষে ৫০ শতাংশ মালিকানা থাকতে হবে। জেনে রাখুন যে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নিবন্ধিত কোম্পানির জন্য ঋণসীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। নারী শক্তি প্যাকেজ স্কিমের বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনার নিকটবর্তী SBI-র শাখাতে গিয়ে যোগাযোগ করুন।