ভারতের সবচেয়ে বড়ো বীমা কোম্পানি হলো লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা সংক্ষেপে আমরা যাকে এলআইসি বলি। এলআইসি তার গ্রাহকদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকে। এলআইসিতে টাকা বিনিয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান বা পলিসি রয়েছে। LIC-এর সেই সমস্ত লাভ দায়ক লাইফ ইন্সুরেন্স বা জীবন বিমার মধ্যে একটি হচ্ছে এলআইসি জীবন আনান্দ পলিসি। এলআইসির এই জীবন আনন্দ পলিসিতে আপনি ৪৫ টাকা জমা করেই ২৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন। তো আপনি কিভাবে এই ২৫ লক্ষ টাকা পাবেন, চলুন জেনে নেওয়া যাক।।
LIC Jeevan Anand Policy: এলআইসি জীবন আনান্দ পলেসি একটি লাইভ ইন্সুরেন্স বা জীবন বীমা। এলআইসির যে-কোনো পলিসিতে টাকা বিনিয়োগ করে সেখান থেকে খুব ভালো পরিমাণে একটা রিটার্ন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই দীর্ঘ সময়ের জন্য টাকা জমা করতে হবে। কারণ আপনি যত বেশি সময়ের জন্য টাকা বিনিয়োগ করবেন আপনি সেখান থেকে তত বেশি পরিমাণে সুদ পাবেন। এলআইসির সেই সমস্ত দীর্ঘ মেয়াদি পলিসি গুলোর মধ্যে এটি একটি।। এলআইসির এই পলিসি থেকে কমপক্ষে নিশ্চিত আপনি এক লক্ষ টাকা পাবেন। সেই সঙ্গে এই পলিসিতে যার নামে টাকা রাখা হবেন সে যদি কোনো দুর্ভাগ্যবশত মারা যায়, তাহলেও সে এই পলিসির ১২৫ শতাংশ টাকা পাবে।
কিভাবে আপনি ৪৫ টাকা যোগ দিয়ে ২৫ লক্ষ টাকা ফেরত পাবেন?
দৈনিক ৪৫ টাকা জমিয়ে ২৫ লক্ষ টাকা পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন ৪৫ টাকা বা বছরে ১৬,৩০০ টাকা করে ৩৫ বছর ধরে নিয়মিতভাবে জমা করতে হবে। এইভাবে ৩৫ বছর ধরে জমা করার ফলে আপনার যে মোট জমানো টাকা হবে তার পরিমাণ হবে ৫ লক্ষ ৭০ হাজার টাকার কিছু বেশি। তবে আপনার এই ৫ লক্ষ ৭০ হাজার টাকার ওপর আপনি যেই সুদ পাবেন, সেই সুদ এবং আপনার আসল নিয়ে আপনার খাতায় মোট যে টাকা জমা হবে তার পরিমাণ হবে ২৫,০০,০০০ টাকার বেশি। এইভাবেই আপনি এখান থেকে প্রায় ১৯,০০,০০০ লক্ষ টাকা মতো শুধুমাত্র সুদ হিসেবেই পাবেন। এবং এভাবেই আপনি শুধুমাত্র ৪৫ টাকা জমা করেই ২৫ লক্ষ টাকার বেশি ফেরত পাবেন।