অচেতন মনের কারণে আমরা অনেক সময়ই অনেক কিছু হারিয়ে ফেলি। তাই প্যান কার্ড হারিয়ে ফেলাটাও কোন অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু এমতাবস্থায় আপনি কি করবেন যদি এই প্যান কার্ড কখনো আপনার থেকে হারিয়ে যায়? যদি না জানা থাকে তাহলে কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হতে আপনাকে। কারণ প্যান কার্ড হারিয়ে গেছে মানে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। ITR ফাইল করতে পারবেন না। তাই সময় থাকতে জেনে নিন প্যান কার্ড হারিয়ে গেলে আপনার কি করা উচিত।
কখনো যদি ভুলবশত আপনার প্যান কার্ড হারিয়ে যায় তাহলে আপনি আপনার হারিয়ে যাওয়া প্যান কার্ডের duplicate প্যান কার্ড বের করতে পারবেন। এই duplicate প্যান কার্ড অর্থাত্ e-pan Card আসল প্যান কার্ডের মতোই কাজ করবে। এই e-pan Card দিয়ে আপনি যখন যেখানে খুশি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তাই জেনে নিন কিভাবে আপনি e-pan Card ডাউনলোড করবেন।
এভাবে ডাউনলোড করুন e-pan Card:
epan Card ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html এই লিঙ্কে ভিজিট করতে হবে। এরপর আপনার হারিয়ে যাওয়া প্যান কার্ডের প্যান নম্বর, আধার নম্বর এবং আপনার জন্ম তারিখ লিখতে হবে। এরপর আপনাকে শর্তাবলী বাক্সে ক্লিক করে হবে। এরপর আপনার রেজিস্টার করা ফোন নম্বরে একটি OTP আসবে। সেই OTP নির্দিষ্ট ঘরে বসালেই আপনি PDF আকারে আপনার e-pan Card পেয়ে যাবেন।