বর্তমানে আধার কার্ড (Addhar Card) সব ক্ষেত্রেই প্রয়োজন। সরকারি হোক কিংবা বেসরকারি আবার ব্যাংক একাউন্ট খোলা হোক কিংবা একাউন্ট আপডেট করার জন্য এই আধার কার্ড অবশ্যই প্রয়োজন। আবার আপনার এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে ব্যাংক একাউন্টের। ব্যাংক একাউন্টের পাশাপাশি এই আধার কার্ডের সঙ্গে আবার যুক্ত রয়েছে আপনার ফোন নম্বর। এমতাবস্থায় যদি ভুলবশত আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার যুক্ত না হয়ে অন্য কারো ফোন নম্বর যুক্ত থাকে তাহলে কিন্তু মারাত্মক ক্ষতিকর সম্মুখিন হতে হবে আপনাকে। এমনকি ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংক একাউন্ট।
তবে আপনি খুব সহজেই আপনার আধার কার্ডের সঙ্গে কারো ফোন নম্বর যুক্ত আছে কিনা তা কয়েকটি ধাপের মাধ্যমে পরিক্ষা করতে পারবেন। এবং চাইলে আপনি সেই ফোন নম্বর বদলেও ফেলত পারবেন।
যুক্ত আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর চেক করার উপায়:
১) প্রথমে আপনাকে টেলিকম tafcop.dgtelecom.gov.in-এর এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এরপর এই ওয়েবসাইটে আপনার ফোন নম্বর এবং সেই সাথে আপনার আধার নম্বর লিখতে হবে।
২) এরপর আপনাকে ‘রিকোয়েস্ট OTP’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনে একটি OTP পাসওয়ার্ড আসবে।
৩) তারপর সেই OTP উক্ত ঘরে লিখতে হবে আপনাকে। এরপর আপনি স্ক্রিনে সেই মোবাইল নম্বরগুলি দেখতে পারবেন যেগুলো আপনার আধারের সাথে লিঙ্ক করা আছে।
ফোন নম্বর রিমুভ করতে এই উপায় ফলো করুন:
৪) যদি আপনি এমন নম্বর খুঁজে পান যেটি আপনার নয় তাহলে সেই ফোন নম্বর রিমুভ করার (Remove) জন্য রিপোর্ট অপশনে ক্লিক করে একটি রিপোর্ট করে দিন। এবং রিপোর্ট করার কিছু ঘন্টা পর সেই নম্বরটি রিমুভ হয়ে যাবে।