Friday, November 22, 2024

PAN-Addhar লিঙ্ক আছে কিনা এভাবে ঘরে বসে চেক করুন, একদম জলভাত যে কেউ পারবে

২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে বাতিল হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের প্যান কার্ড (pan card)। কারণ তারা যদি ৩১ মার্চের আগে নিজেদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান তাহলে তাদের প্যান কার্ডটি বাতিল করে দেওয়া হবে। সাথে করা হবে ১ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা। আর এমনি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। (Income tax department) তাই আপনি যদি আপনার প্যান কার্ডটি বাতিল হওয়া থেকে বাঁচাতে চান আর যদি সাথে ১০ হাজার টাকা জরিমানা না দিতে চান তাহলে অবিলম্বে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নিন। ফলো করুন এই প্রসেস (process)।

 

প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা কিভাবে চেক করবেন দেখুন:

প্রথমে আপনাকে utiitsl এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar যেতে হবে। এরপর আপনার pan number সহ জন্ম তারিখ লিখুন ফাঁকা ঘরে। এরপর একটি ক্যাপচার কোড আসবে আপনার সামনে, সেটি ফিলাপ করে দিয়ে submit অপশনে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার প্যান কার্ডটি আঁধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা। যদি দেখেন লিঙ্ক নেই তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in গিয়ে খুব সহজেই প্যান-আধার লিঙ্ক করাতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo