আধার কার্ডে ছবি বাজে উঠা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। সবাই চায় যে সেই ছবি পাল্টে ফেলে নিজের একটি ভালো ও সুন্দর ছবি সেখানে লাগাতে বা আপডেট (Update) করতে। কিন্তু আধার কার্ডের ছবি কিভাবে পাল্টাতে হয় তা কিন্তু অনেকেই জানেন না। ফলে আধার কার্ড নিয়ে বেশ লজ্জার মধ্যে পড়তে হয় অনেককে। কারণ আধার কার্ডে যে ছবি রয়েছে সেই ছবির সাথে আমাদের নিজের চেহারার কোন মিলই খুঁজে পাওয়া যায় না।
তবে এবারে আর চিন্তা নেই এবার আপনি আপনার আধার কার্ডের ছবি খুব সহজেই পাল্টে ফেলতে পারবেন। কিভাবে আধার কার্ডের ছবি পরিবর্তন করবেন? জানুন বিস্তারিত।
এভাবে আধার কার্ডের ছবি পরিবর্তন করুন: আধার কার্ডের ছবি পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in- এ যেতে হবে। এরপর আপনাকে ‘update addhar’ এই অপশনটি বেছে নিতে হবে। এরপর আধারের তালিকাভুক্তি ফর্মটি ডাউনলোড করে তাঁতে নতুন ছবি আটকানোর সাথে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করতে হবে। এরপর সেই ফ্রম নিয়ে সোজা চলে যেতে হবে আপনার নিকটবর্তী আঁধার সেন্টার (Addhar centre)। সেখানে কর্মরত কর্মীরা প্রথমে আপনার আধারের সমস্ত তথ্য যাচাই করে নেবেন এবং আপনাকে GST বাবদ ১০০ টাকা দিতে হবে তাদেরকে। এরপর আধার সেন্টার থেকে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে। যেই স্লিপের মাধ্যমে বাড়িতে বসে আপনি আপনার আধার স্টেটমেন্ট চেক করতে পারবেন UIDAI-এর ওয়েবসাইট থেকে।
জানিয়ে দেই, সাধারণ ৯০ দিনের মধ্যে আপনার আঁধারের ছবি update হয়ে যাবে। চাইলে আপনি আপনার আধার Statement চেক করতে পারবেন UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আরো একটি কথা জানিয়ে দেই, আর তা হলো, আধার সেন্টারে যাওয়ার জন্য আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Apartment বুক করে নিতে পারেন। অথবা চাইলে আপনি সরাসরি আধার সেন্টারেও যেতে পারেন। এতে কোন সমস্যা নেই। তবে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Apartment বুক নিলে এতে আপনার সুবিধা হবে। লাইনে বেশিক্ষণ দাঁড়াতে নাও হতে পারে আপনার।