২০২২ সালে মানুষ গুগলে সবচেয়ে বেশি কি সার্চ করেছিল? শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন

গুগলকে আমরা কে চিনি। ইন্টারনেটে কোন কিছু সার্চ (Google search) করার জন্য আমরা সবাই গুগল ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন গতবছর অর্থাৎ ২০২২ সালে গুগলে সারা বিশ্বের মানুষ কি সার্চ করেছিল? ৯ ফেব্রুয়ারি ইয়ার ইন সার্চ নামের একটি সংস্থা একটি প্রতিবেদনে ২০২২ সালের সারা বিশ্বের মানুষের গুগল সার্চের একটি রিপোর্ট শেয়ার করেছে। একনজরে দেখে নিন সেই রিপোর্ট।

 

১) ই-পেমেন্ট: ২০২২ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছিল ‘ই-পেমেন্ট’। মানুষ ক্যাশলেস লেনদেনের বিশেষ প্রচুর আগ্রহ প্রকাশ করেছিল ২০২২ সালে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) থিয়েটার সিনেমা হল: থিয়েটার সিনেমা হলের অনুসন্ধান সংখ্যা গুগলে ছিল ২২০ শতাংশ। এরপর লাইভ কনসার্টের অনুসন্ধান সংখ্যা ছিল ৪০ শতাংশ। এছাড়াও ২০২২ সালে মানুষ OTT প্লাটফর্মে সিনেমা রিলিজের বিষয়েও আগ্রহ ছিল। এর সার্চ সংখ্যা ছিল ৮০ থেকে বেড়ে ৩৮০ শতাংশ।

৩) ক্রিকেট ম্যাচের টিকিট: ২০২২ সালে গুগলে ক্রিকেট ম্যাচের টিকিট সম্বন্ধিত মানুষের সার্চ সংখ্যা ছিল ১৭০ শতাংশ। এছাড়াও ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) সার্চ অনুসন্ধান ছিল ১৪০ শতাংশ।

৪) থাইল্যান্ডে ট্রিপ: ইয়ার ইন সার্চ জানান যে, ২০২২ সালে মানুষ ‘থাইল্যান্ড ভ্রমণের জন্য গুগল অনুসন্ধান তাদের সংখ্যা ছিল ৯০ শতাংশের বেশি এবং ‘ইউরোপ ভ্রমণের জন্য ৫০ শতাংশের বেশি সার্চ বেড়েছিল গুগলে।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment