Wednesday, September 18, 2024

প্রতিটা ঘরে ঘরে রয়েছে চাহিদা, এই ব্যাবসা করে মাসে লাখ টাকা ইনকাম করা কোন বড় ব্যাপার নয়

প্রায় প্রত্যেকেরই ব্যাবসা করার স্বপ্ন রয়েছে। কিন্তু ভালো কোন বিজনেস আইডিয়ার (Business idea) সন্ধান না পাওয়ার কারণে অনেক হয়তো ব্যাবসার জগতে নামতে ভয় পান। তাই আজ আমরা আপনাকে এমন একটি ব্যাবসার কথা বলতে চলেছি যেই ব্যাবসা আপনি কোন প্রকার কোন ভয় না পেয়েই করতে পারবেন। কারণ এতে লসের সম্ভবনা নেই বলেই চলে। অন্যদিকে প্রতিটা ঘরে ঘরে এই পণ্যের রয়েছে চাহিদা। তাই জেনে নিন এই ব্যাবসার সমন্ধে বিস্তারিত।

 

এই ব্যাবসাটি হচ্ছে, চকলেট তৈরির ব্যবসা। আপনি হয়তো জানেন যে ছোট থেকে বড় সবাই চকলেট খেতে কতটা পছন্দ করে। পাশাপাশি দেখতে গেলে একটি পরিবারে যদি ছোট সদস্য থাকে তাহলে তারা সকলেই এই চকলেটের জন্য কতটা দিওয়ানা। তাই জেনে নিন এই চকলেট তৈরির ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন এবং এখান থেকে কতো টাকা মাসে ইনকাম করা যায়।

 

এভাবে চকলেট তৈরি করুন: চকলেট তৈরির ব্যবসা করার জন্য আপনার একটি ফাকা জমি বা জায়গার প্রয়োজন হবে। যা হবে ১০০ থেকে ৫০০ ফুটের জায়গা। এবং উচ্চ মানের চকলেট তৈরি করার জন্য আপনার প্রয়োজন হয়ে ৫ কেজি দুধ, ডার্ক চকলেট (আগে থেকে তৈরি), চকলেট কম্পাউন্ড, রঙ, র‌্যাপিং পেপার এবং ট্রান্সফার শীট। এই সমস্ত জিনিস যা আপনি যে কোনও বাজার থেকে কিনতে পারবেন। এবং সাথে দরকার পড়বে কিছু মেশিনের যেমন, মেল্টার মেশিন, মিক্সার, টেম্পারেচার মেশিন এবং রেফ্রিজারেটর। তবে আপনি এইসমস্ত উপকরণ দিয়ে কি ধরনের চকলেট তৈরি করবেন সেটা আপনার বিষয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

এখান থেকে যতো টাকা আয় হবে: চকলেট বানানোর পর আপনি তা সহজেই বাজারে মিষ্টির দোকান গুলোতে বিক্রি করতে পারবেন। এবং আপনার তৈরি চকলেট যদি ভালো ও স্বাস্থ্যসম্মত হয় তাহলে আপনার ব্যবসা ধীরে ধীরে বাড়বে। সাথে বিক্রি বাড়বে। এবং আপনি এখান থেকে মাসে সর্বনিম্ন ১ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

Disclaimer: আমাদের কাজ হলো আপনাদের ব্যবসার আইডিয়া প্রদান করা। এরপর আপনার উপরে নির্ভর করছে আপনি সেই ব্যবসা করবেন কিনা। এবং ব্যবসায় লাভ বা লস গোটা বিষয়টি নির্ভর করছে আপনার তৈরি পণ্যের বিক্রি জাত এবং কোয়ালিটির উপরে।

আপনার জন্য
WhatsApp Logo