Wednesday, September 18, 2024

লোন পরিশোধ করতে না পারলেও বাড়ি গিয়ে হুমকি-ধুমকি দিতে পারবেনা ব্যাংকের লোক! জেনেনিন RBI এর ৪ রুলস

ব্যাবসা করার খাতিরে অনেকেই ব্যাংক থেকে লোন ( Bank loan) নিয়ে থাকেন। কিন্তু পরে কোন কারণ বশত সেই লোন শোধ করতে না পারলে ব্যাংক বাড়িতে লোক পাঠিয়ে বাড়ির কর্মকর্তাদের হুমকি-ধুমকি করে এমনকি কখনো কখনো মারধরও করে। কিন্তু আপনি কি জানেন RBI-এর লোন সম্বন্ধিত ৪টি গাইড লাইন রয়েছে। যেই গাইডলাইন অনুযায়ী আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে তা শোধ করতে না পারেন তাহলে ব্যাংক আপনার সাথে সেই লোন শোধ করার জন্য জোরজবস্তি করতে পারে না। এমনটি আপনাকে হুমকি কিংবা মারধরও করা বেআইনি।

 

জেনে নিন লোন সম্বন্ধিত RBI-এর ৪ নিয়মের ব্যপারে:

১) ব্যাংক গ্রাহককে বাধ্য করতে পারে না: কোন গ্রাহক যদি ব্যাংক থেকে লোন বা ঋণ নেওয়ার পরে তিনি সেই ঋণ শোধ করতে অক্ষম হন তাহলে ব্যাংক সেই গ্রাহককে ঋণ শোধ করার জন্য জোর করতে পারে না। চাইলে ব্যাংক লোন আদায়ের জন্য গ্রাহকের বাড়িতে লোন রিকভারি এজেন্ট পাঠাতে পারে, কিন্তু সেই রিকভারি এজেন্ট গ্রাহকদের সাথে কোন খারাপ আচরণ করতে পারেন না। যদি করে তাহলে গ্রাহক সেই ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) ঋণ আদায়ের পদ্ধতি: ঋণ মেটানোর সময় পেড়িয়ে গেলেও এজেন্টরা শুধুমাত্র গ্রাহকের বন্ধক দেওয়া জিনিসপত্রই বাজেয়াপ্ত করতে পারবে। এবং এর জন্য গ্রাহককে আগে থেকেই নোটিশ দিতে হবে ব্যাংকে।

Indian rupee

৩) সম্পত্তি বাজেয়াপ্ত করার আগে নোটিশ: কেউ ঋণ মেটাতে না পারলে অবশ্যই ব্যাংকের তার সমপরিমাণ লোনের অর্থ বা সম্পত্তি দখল করার অধিকার রয়েছে। তবে সম্পত্তি দখল করার আগে শেষবারের মতো লোন পরিষদের জন্য ৯০ দিনের মতো সময় দিতে হবে গ্রাহককে।

 

৪) বাজেয়াপ্ত করার ৩০ দিন আগে পাবলিক নোটিশ জারি: গ্রাহকের সম্পত্তি বাজেয়াপ্ত করার ৩০ দিন আগে তাকে নোটিশ দিয়ে জানাতে হবে। যদি তার পরেও গ্রাহক লোন শোধ করতে ব্যর্থ হন তাহলে ব্যাংক গ্রাহকের সম্পত্তি নিলাম করতে পারে।

আপনার জন্য
WhatsApp Logo