৩১ মার্চ ২০২৩ হচ্ছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর শেষ তারিখ। আর এই তারিখের আগে যদি আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। এছাড়াও আপনাকে জরিমানা করা হবে ১ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা। তবে প্যান কার্ড বাতিল কিংবা ১০ হাজার টাকা জরিমানা নয় বরং সময়ের আগে প্যান-আধার লিঙ্ক না করালে পড়তে হবে আরো ৪ বড় ধরনের সমস্যায়। এসেছে এমনি তথ্য। তাই জেনে নিন কোন ৪ সমস্যার কথা বলা হয়েছে।
প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করালে এই ৪ বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে আপনাকে:
১) আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করালে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করতে পারবেন না। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য আধারে সাথে প্যান লিঙ্ক থাকাটা অন্তত জরুরি। তাই দুটি পরিচয় পত্র যদি লিঙ্ক না করা থাকে তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার ITR রিজেক্ট করে দেবে।
২) প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে আপনাকে একাধিক সরকারি সুযোগ-সুবিধার থেকে বঞ্চিত করা হবে। এছাড়াও আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না, এবং কোন ব্যাংক একাউন্ট (Bank account) নতুন করে খুলতে পারবেন না আপনি।
৩) আঁধারের সাথে প্যান লিঙ্ক না থাকলে আপনার প্যান কার্ড কিংবা আঁধার কার্ড যদি ভুলবশত হারিয়ে যায় তাহলে আপনি আর কখনও হারিয়ে যাওয়া প্যান/ আধার কার্ড পুনরুদ্ধার করতে পারেন না। এমনকি অনলাইন থেকেও বের করতে পারবেন না।
৪) ১০,০০০ টাকা নিশ্চিত জরিমানা করা হবে আপনাকে, যদি আপনি ৩১ মার্চ ২০২৩ এর আগে প্যান-আধার লিঙ্ক না করান। এরই সাথে অকেজো হয়ে যাবে আপনার প্যান কার্ডটি।