কোন কিছু খোঁজা অথবা কোন কিছুর বিষয়ে জানার জন্য আজকাল সবাই গুগল সার্চ (Google search) করে থাকে। অন্যদিকে গুগল হচ্ছে দুনিয়ার সর্ব বৃহৎ সার্চ ইঞ্জিন। যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ গুগলে কিছু না কিছু অনুসন্ধান করেন। frommars.com-এর একটি গবেষণায় উঠে এসেছে যে গুগলকে মানুষ অন্ধের মত বিশ্বাস করেন, কারো শরীর খারাপ হলে আগে ডাক্তারের কাছে না গিয়ে মানুষ সোজা গুগলে সার্চ করেন সেই রোগের ওষুধের বিষয়ে। আবার কেউ ঘর সাজানো থেকে শুরু করে দিন-প্রতিদিনের প্রতিটা সমস্যা সমাধানে জন্য গুগল সার্চ দিয়ে থাকেন।
frommars.com- এর রিপোর্ট অনুযায়ী তাঁরা গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা জিনিসের বিষয়ে একটি গবেষণা চালিয়েছিল। যেই গবেষণার রিপোর্ট জানলে আপনি চমকে উঠবেন।
পুরুষেরা গুগলে এই ৫ জিনিস সবচেয়ে বেশি সার্চ করেঃ
১) পুরুষত্বহীনতার লক্ষণ– frommars.com জানিয়েছে ইন্টারনেটে ৬৮ হাজার ৬০০ জন পুরুষ গুগলে সার্চ করেছিলেন পুরুষত্বহীনতার লক্ষণ গুলো কি কি। এছাড়াও শীঘ্রপতন আদৌ পুরুষত্বহীনতার লক্ষণ কি না। হয়তো এটা নিয়ে খুবই দুশ্চিন্তা ছিল তাঁরা।
২) স্তন ক্যান্সার– ৬১,২০০ জন পুরুষ গুগলে অনুসন্ধান করেছিল স্তন ক্যান্সার পুরুষদের হয় কিনা। এবং তার লক্ষণ গুলো কি কি।
৩) প্রোটিন– ৫১ হাজার পুরুষ গুগলে অনুসন্ধান করেছিল ব্যায়াম করার পর কোন কোন খাবার খাওয়া উচিত। যাতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে।
৪) দাঁড়ি বৃদ্ধি– ৬৮ হাজার ৪০০ জন পুরুষ গুগলে অনুসন্ধান করেছিল সেভ করলে দাড়ি আরো ঘন এবং দ্রুত গজায় কিনা। এর কারণ হলো বেশিভাগ পুরুষই তাদের দাড়ি নিয়ে চিন্তিত থাকেন।
৫) মেয়েদের মন জয় করা– ১৭ থেকে ২০ বছর বয়সী ছেলেরা যাদের সংখ্যা ৪০ হাজার। কিভাবে সহজে মেয়েদের মন জয় করা যায়। তাঁরা এই বিষয়ে প্রচুর পরিমাণে সার্চ করছিল গুগলে।
একটি রিপোর্ট অনুযায়ী, সারা বছর প্রায় ১ মিলিয়নের (Million) মত মানুষ গুগল থেকে খুঁজে পাওয়া তথ্যে অনুসরণ করে সমস্যার মধ্যে পড়েন। কারণ গুগলে অনেক সময়ই সঠিক তথ্যের পাশাপাশি ভুল তথ্যও থাকে।