SBI- তে অ্যাকাউন্ট থাকলেই পাবেন ৯,০০,০০০ টাকা! জেনে নিন কিভাবে পাবেন

যদি আপনি ভবিষ্যতে কোনো বড়ো কাজ শুরু করতে চান বা কোনো ব্যবসা শুরু করতে চান, কিন্তু সেই কাজের জন্য আপনার হাতে যথেষ্ট টাকা না থাকে,তাহলে আপনি SBI-এর একটি বিশেষ যোজনার সুবিধা নিতে পারেন। যদি আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আজকের এই খবরটি মনযোগ সহকারে পড়ুন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের এমন এক সুযোগ করে দিয়েছে, যার হাত এস.বি.আই-তে অ্যাকাউন্ট রয়েছে এমন যেকোনো ব্যক্তি ৯,০০,০০০ টাকা পযর্ন্ত পেতে পারেন।।

 

SBI থেকে তার গ্রাহকদের এই যে ৯,০০,০০০ টাকা দেওয়া হবে, এটা দেওয়া হবে একটা সরকারি যোজনার হাত ধরে। কেন্দ্র সরকার ভারতীয় নাগরিকদের বিভিন্ন সময় আর্থিক সহায়তা করার জন্য বিভিন্ন যোজনা বের করে থাকে। কেন্দ্র সরকারের সেই সমস্ত যোজনার মধ্যে এটি একটি। এই যোজনার নাম হলো মুদ্রা লোন। সরকারি ভাবে আপনি SBI- ব্যাঙ্কেও এই সুবিধা পাবেন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI bank

কিভাবে আপনি ৯,০০,০০০ টাকা পাবেন?

এই যোজনার নাম শুনেই বোঝা যায়, SBI- থেকে লোন নেওয়ার মাধ্যমেই এই ৯,০০,০০০ টাকা পাবেন। তবে এর বিশেষ কিছু দিক রয়েছে। সেটা হলো- যদি আপনার এসবিআই তে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থাকে, সঙ্গে আপনার কোনো রকম সরকারি প্রমাণপত্র বা নথিপত্র না থাকে, তাহলেও আপনি এই যোজনা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন।

এসবিআই থেকে এই ৯ লক্ষ টাকা পাওয়ার জন্য আপনি ঘরে বসেই এর জন্য অনলাইন আবেদন জানাতে পারেন। এর জন্য আপনাকে https://www.onlinesbi.sbi/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। https://www.onlinesbi.sbi/- ওয়েবসাইট ভিজিট করার পর পি.এম মুদ্রা লোন অপশন পাবেন। সেই অপশনে ক্লিক করলে আপনি আবেদন করার অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সমস্ত ধাপ ফলো করে ৯ লক্ষ টাকার জন্য আবেদন করতে পারেন। এবং এভাবেই আপনি SBI-থেকে খুব সহজেই ৯,০০,০০০ টাকা পেয়ে পাবেন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment