Tuesday, December 3, 2024

পোস্ট অফিসের এই স্কীমে বাড়লো সুদের হার! ১০০০ টাকাতেও এবার পাবেন চড়া সুদ

যারা টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের জন্য, পোস্ট অফিসে টাকা বিনিয়োগ অনেকটাই লাভ দায়ক। কারণ পোস্ট অফিসের এমন কিছু স্কিম রয়েছে যেখানে গ্রাহকরা তাদের বিনিয়োগ করা টাকার ওপরে অনেকটা বেশি সুদ পেয়ে থাকেন, ফলে তাদের লাভের পরিমাণ অনেকটাই বেশি। পোস্ট অফিসে যে সমস্ত স্কিমে টাকা বিনিয়োগ করা লাভদায়ক, তার মধ্যে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম একটি। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি আপনার পছন্দমত সময় বেছে নিয়ে অর্থাৎ এখানে আপনি এক বছর, দুই বছর বা পাঁচ বছরের জন্য টাকা রাখতে পারেন এবং আপনি এখানে যত বেশি বছরের জন্য টাকা রাখবেন, আপনি এখানে তত বেশি সুদ পাবেন।।

পোস্ট অফিসের এমনই একটি লাভদায়ক ডিপোজিট স্কিম হল পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit)

Post Office Time Deposit Scheme : ২০২৩ সালের জানুয়ারি মাসে কেন্দ্র সংবাদ পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের সুদের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যার ফলে এই স্কিমের গ্রাহকরা বা যারা এখানে টাকা রাখবেন বা রেখেছেন, তারা আগের তুলনায় অনেক বেশি লাভবান হবেন।। নিচের তালিকায় সময় অনুযায়ী সুদের হার দেখে নিন।

সময় সুদের হার
১ বছর ৬.৬ শতাংশ
২ বছর ৬.৮ শতাংশ
৩ বছর ৬.৯ শতাংশ
৫ বছর ৭ শতাংশ

Indian Post office

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের সুবিধা-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অফিস টাইম ডিপোজিট স্কিমের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন-

প্রথমত– হচ্ছে আপনি এখানে সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন।

দ্বিতীয়ত– আপনি এখানে আপনার পছন্দ মতো সময় বা বছর বেছে নিয়ে টাকা বিনিয়োগ করতে পারবেন।

ত‍ৃতীয়ত– আপনি এখানে সিঙ্গেল এবং জয়েন্ট উভয় ধরনের একাউন্টই খুলতে পারেন।।

চতুর্থত– যাদের বয়স এখনো পযর্ন্ত ১৮ হয়নি, তারাও তাদের মাতা পিতার নামে অ্যাকাউন্ট করে টাকা বিনিয়োগ করে এই স্কিমে লাভ নিতে পারবেন।।

তো যদি আপনি এই স্কিমে টাকা বিনিয়োগ করে এর লাভ নিতে চান, তাহলে আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসের যেকোনো শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo