ভারতের সবচাইতে বড় বীমা কোম্পানি বা লাইফ ইন্সুরেন্স কোম্পানি হলো Life Insurance Corporation of India বা আমরা যাকে সংক্ষেপে LIC বলে থাকি। এই এল.আই.সি-তে তার গ্রাহকদের জন্য এমন একটি বিশেষ স্কিম বা প্ল্যান রয়েছে, যেখানে কোনো গ্রাহক যদি প্রতিদিন ৪৫ টাকা যদি জমা করেন,তাহলে সেই গ্রাহক একটি নির্দিষ্ট সময় পর প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ রোজগার পাবেন। এলআইসির এই স্কিমটি অনেকটাই পেনশন যোজনার মতো। তবে এলআইসির এই বিশেষ লাইফ ইন্সুরেন্স প্ল্যানের সবচাইতে বড় সুবিধা হচ্ছে, এখানে আপনি আপনার ১০০ বছর পূর্ণ হওয়া পর্যন্ত রোজগার পেতে পারেন।। তো আপনি কিভাবে তা পাবেন জানতে সবটা পড়ে দেখুন।।
LIC Jeevan Umang Policy– লআইসির এই নতুন বীমা বা লাইফ ইন্সুরেন্স পলিসির নাম হচ্ছে এলআইসি জীবন উমাং পলিসি। এলআইসির এই প্লেনে টাকা বিনিয়োগ করা এবং সেখান থেকে একটা নির্দিষ্ট সময় পর প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ রোজগার পাওয়া খুবই সহজ।
এখানে যদি টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে এখান থেকে যে যে সুবিধা গুলি পাওয়া যায়,তাহলো-
• তিন মাস থেকে ৫৫ বছর বয়সী যে কেউ এই প্ল্যানে টাকা বিনিয়োগ করতে পারেন।
• এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সময় বেছে নিয়ে টাকা রাখতে পারেন। অর্থাৎ আপনি এখানে কত সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে চান সেটা আপনার হাতেই নির্ভর করবে।
• আপনি এই প্ল্যানের যে টাকা বিনিয়োগ করবেন সেই টাকার উপর আপনি বার্ষিক ৮% সুদ পাবেন।
• এখানে আপনাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্তই টাকা রাখতে করতে হবে। তারপরে আপনি প্রতি মাসে এখান থেকে মাসিক রোজগার হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বা পেনশন পাবেন।
• এখানে টাকা বিনিয়োগ করার পর দুর্ভাগ্যবশত পলিসি হোল্ডারের যদি মৃত্যু ঘটে, তাহলে তার পরিবার সেই টাকা ফিরে পাবেন।
কিভাবে দৈনিক ৪৫ টাকা জমা করলে বার্ষিক ৩৬ হাজার টাকা করে পাবেন?
এলআইসির Jeevan Umang Policy থেকে বার্ষিক ৩৬ হাজার টাকা পেনশন পাওয়া খুবই সহজ। ধরুন আপনার বয়স যদি বর্তমানে ২৬ হয়ে থাকে এবং আপনি দৈনিক ৪৫ টাকা বা মাসিক ১৩৫০ টাকা ৩০ বছর পর্যন্ত বিনিয়োগ করেন, তাহলে ৩০ বছর পূর্ণ হওয়ার পর ৩১ তম বছরেই আপনি বার্ষিক ৩৬ হাজার টাকা করে এখান থেকে পেনশন পাবেন।। আপনি এখানে যত বেশি সময়ের জন্য টাকা রাখবেন আপনার টাকার পরিমান তত বেশি হবে। আপনি এখানে ১৫ বছর ২০ বছর ২৫ বছর, এমনকি আপনি চাইলে ৩০ বছর পর্যন্ত টাকা বিনিয়োগ করতে পারেন।। যদি আপনি LIC-এর এই প্ল্যান টাকা রাখতে চান, তাহলে আপনি আপনার নিকটবর্তী যেকোনো এলআইসি ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন।।