জানুয়ারি মাসের ২১ তারিখ, থাইল্যান্ড ভ্রমনের একটি দুর্দান্ত ট্রিপ নিয়ে এসেছে ভ্রমণ সংস্থা IRCTC। যেই ট্রিপের আওতায় ৫ দিন ৬ রাত ব্যাংককের সুন্দরতম জায়গায় গুলি পরিদর্শনের সুযোগ থাকবে। জানা গেছে কলকাতা টু থাইল্যান্ড এই ট্রিপের নাম দেওয়া হয়েছে থাইল্যান্ড স্প্রিং ফেস্টিভ্যাল ট্যুর এক্স কলকাতা।
IRCTC-এর এই ট্রিপের অধীনে ২১ তারিখ কলকাতা থেকে ফ্লাইট ছেড়ে যাবে ব্যাংককের উদ্দেশ্য। এবং ২১ তারিখ থাইল্যান্ড ট্রিপের এই ভ্রমন প্রক্রিয়া শেষ হবে ২৬ জানুয়ারি। এছাড়াও ব্যাংককে গিয়ে ৫ তাঁরা হোটেলে থাকার সুব্যবস্থাও রয়েছে এই ট্রিপে। এছাড়াও থাকছে টুরিষ্ট গাইড যিনি ব্যাংককের ভ্রমন প্রিয় জায়গা গুলো ঘুরে দেখাবেন।
IRCTC-এর ট্যুর প্যাকেজের খরচ কতো?
তথ্য অনুযায়ী, ২১ তারিখে শুরু হওয়া থাইল্যান্ড ট্রিপের এই প্যাকেজের খরচ ধার্য করা হয়েছে ৫৪,২৫০ টাকা। যদি একসাথে দুজন এই ট্রিপে ভ্রমন করেন তাহলে জনপ্রতি খরচ পড়বে ৪৬,১০০ টাকা। আগ্রহীদের www.irctctourism.com নামে এই ওয়েবসাইটে গিয়ে ২১ তারিখের আগে বুকিং করতে হবে।
যেনে নিন থাইল্যান্ড স্প্রিং ফেস্টিভ্যাল ট্যুর এক্স কলকাতা, এই ট্রিপে কি কি সুবিধা পাবেনঃ
১) রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকেট।
২) ফাইভ স্টার হোটেল।
-৩) 4টি প্রাতঃরাশ, 4টি লাঞ্চ এবং 4টি ডিনার।
৫) পাতায়াতে কোরাল আইল্যান্ড ট্যুর।
৬) পাতায়াতে আলকাজার শো এবং
মেরিন পার্ক সহ সাফারি ওয়ার্ল্ড দেখার সুযোগ।
৭) ব্যাংকক হাফ ডে ট্যুর।
৮) জিএসটি।
৭) ট্যুর গাইড।
৮) ট্রাভেল ইন্স্যুরেন্স।