Saturday, December 21, 2024

বাজেট পেশের আগে করুন বাজিমাত, এই ৫ খাতে সরকার ঢালতে চলেছে প্রচুর অর্থ

অল্প সময়ে মোটা টাকা উপার্জন করার জন্য শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন অনেকে। আবার এখানে অর্থ বিনিয়োগ করা কারো কারো পেশাতে পরিনত হয়েছে। আজ তেমনি ৫ স্টক মার্কেট সেক্টরের নাম জানতে চলেছেন আপনি, যেখানে অর্থ বিনিয়োগ করলে অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন আপনি। কারণ এই খাত গুলোতে স্বয়ং সরকার ইউনিয়ন বাজেট (union budget) 2023 এর আগে প্রচুর পরিমাণে অর্থ ঢালতে চলছে।

 

জেনে নিন কোন খাতে অর্থ বিনিয়োগ করবেনঃ

১) এসবিআই (SBI)- এবারের বাজেটে সরকার যদি তাঁর মূলধন বাড়ায় তাহলে SBI’ও তাদের বিভিন্ন স্থানে সুযোগ সুবিধা বাড়াবে। জানা গেছে এবারে ইউনিয়ন বাজেট পেশের আগে সরকার SBI-এর সরকারি খাতে প্রচুর অর্থ ব্যায় করতে চলছে। তাই আপনি যদি SBI-এর কোন শেয়ার কিনে রাখেন তাহলে তরতর করে আপনার টাকা বাড়বে।

২) রিলাক্সো ফুটওয়্যারস– সরকার এবার শহর এলাকার পাশাপাশি গ্রামীন এলাকা গুলির দিকেও নজর দিচ্ছে। তাই রিলাক্সো ফুটওয়্যারস সংস্থাগুলোতে কেউ অর্থ বিনিয়োগ করলে প্রচুর লাভবান হবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Stock market scale

৩) গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড– আগামী ৪ থেকে ৫ বছর এই কোম্পানির স্টক রেখা উপরের দিকে থাকবে। পাশাপাশি বাজেট পেশের আগে সরকার এই কোম্পানিতে প্রচুর অর্থ ঢালতে চলেছে।

৪) থার্ম্যাক্স স্টক– সরকার এবার বেসরকারি খাতেও অর্থ ব্যায় করবে। যার মধ্যে অন্যতম হল ‘থার্ম্যাক্স স্টক’। তাই এই স্টকে চোখ বুজে আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন বা কিনে রাখতে পারেন তাদের শেয়ার।

৫) স্টক অফ ভিসাকা– ২০২৪ সালে হতে চলেছে লোকসভা নির্বাচন। আর তার আগে গ্রামীন অবকাঠামো বা আবাসনের দিকে নজর দিচ্ছে সরকার। এমতাবস্থায় ভিসাকা বিল্ডিং সলিউশনের ব্যবসায় অর্থ বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে।

আপনার জন্য
WhatsApp Logo