Saturday, September 7, 2024

জনধন একাউন্টে ঢুকছে ১০ হাজার টাকা, ব্যাংকে গিয়ে এ কাজটি না করলে ১০ হাজার টাকা পাবেন না

দেশের মহিলাদের স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সমস্ত মহিলাদের জনধন ব্যাংক একাউন্ট খুলতে বলেছিলেন এবং এই ব্যাংক একাউন্ট সহিত করোনা কালে মহিলারা পেয়েছিলেন নগদ ১০০০ টাকা করে। এবং এই জন ধন যোজনার মাধ্যমে ১০০০ টাকা করে পেয়ে উপকৃত হয়েছিলেন দেশের ৪৭ কোটি মহিলা। ঠিক এবারেও খবর পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনধন ব্যাংক একাউন্টে পাঠাতে চলেছেন নগদ টাকা। তবে সেই টাকা এবারে ১০০০ নয় বরং ১০ হাজার টাকা করে জনধন একাউন্টে দেবেন নরেন্দ্র মোদি। তবে এই ১০ হাজার টাকা পাওয়ার জন্য অবশ্য ব্যাংকে গিয়ে একটি ছোট্ট কাজ করতে হবে আপনাকে। আর তাহলেই মিলবে এই ১০ হাজার টাকা।

ব্যাংকে যাওয়ার আগে এই জনধন যোজনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিন। যা অধিকতর মহিলাই জানেন না। আর তা হলো, এই জনধন যোজনার মাধ্যমে আপনি আপনার জনধন ব্যাংক একাউন্টে ১ লক্ষ ৩০ টাকা পেতে পারেন। তবে এই টাকা আপনাকে দুর্ঘটনা বিমার মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ এই জনধন যোজনা শুধু একটি প্রকল্প নয়, এটি হলো একটি বীমা, আরো ভালো ভাবে বুঝিয়ে বললে এই জনধন ব্যাংক একাউন্টের হোল্ডার যদি কোন কারণ বশত দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে ১ লক্ষ টাকার বীমা দেওয়া হবে। আর যদি স্বাভাবিক অবস্থায় মারা যান তাহলে ৩০ হাজার টাকার বীমা দেওয়া হবে তার পরিবারকে।

Canara bank debit card service charge

ব্যাংকে গিয়ে এই কাজটি না করলে ১০ হাজার টাকা পাবেন নাঃ 

প্রথম, প্রধানমন্ত্রীর জনধন যোজনার ১০ হাজার টাকা আপনি যদি পেতে চান তাহলে একটি জনধন ব্যাংক একাউন্ট অবশ্যই থাকতে হবে আপনার। এবং দ্বিতীয়ত হচ্ছে, ব্যাংকে গিয়ে আপনার একাউন্টের স্টেটমেন্ট (Bank account statement) চেক করুন, দেখুন আপনার জনধন একাউন্টটি চালু রয়েছে কিনা। যদিও জনধন একাউন্ট একটি 0 ব্যালেন্সের একাউন্ট, তা বন্ধ হাওয়ার সম্ভাবনা কম। কিন্তু তাও এবার ব্যাংকে গিয়ে একাউন্টটি চেক করে দেখুন চালু রয়েছে কিনা। জানিয়ে রাখি, o ব্যালেন্সের একাউন্ট হলেও ৩ মাস অন্তর অন্তর পাস বুক (Passbook) আপডেট করা প্রয়োজন। নয়তো অনেক সময় ০ ব্যালেন্সের একাউন্ট গুলো লক (Lock) হয়ে যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo