রোজকার মূল্যবৃদ্ধির জেরে একেবারে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। কারণ রোজ রোজ দাম বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। আবার সেই সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের (LPG Gas) দামও। যদিও এই নিয়ে কতো আন্দোলনই না হলো রান্নার গ্যাসের দামের মূল্যবৃদ্ধির জন্য। কিন্তু শেষ পর্যন্ত এর ফল কিছুই হলো না। যদিও চলতি মাসের শুরুর দিকে একধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কিন্তু আবারো পরের মাসে যেই সেই অবস্থা। তবে এবারে আর গ্যাসের দাম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কারণ এবার থেকে গ্যাস সিলিন্ডার মাত্র ৭৫০ টাকায় বুকিং করতে পারবেন আপনি।
বর্তমানে উজ্জ্বলা প্রকল্পের আওতায় ভর্তুকিসহ সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তাই গ্যাসের দাম পড়ে যাচ্ছে এতো টাকা। কিন্তু এই বিশেষ পদ্ধতিতে গ্যাস কিনলে ১০০০ কিংবা ১২০০ টাকার গ্যাস সিলিন্ডার আপনি পেয়ে যাবেন মাত্র ৭৫০ টাকায়। কিভাবে তা জানুন।
আপনি কিনতে পারেন একটি কম্পোজিট এলপিজি সিলিন্ডার (Composite LPG cylinder)। এই গ্যাস সিলিন্ডার ৩৫০ টাকা কমে অর্থাৎ ৭৫০ টাকায় পেয়ে যাবেন আপনি। এই গ্যাস সিলিন্ডারে ১০ কেজি গ্যাস থাকে। যা সাধারণত গ্যাস সিলিন্ডার থেকে মাত্র ৪ কেজি কম। আর এজন্য এই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ৭৫০ টাকা। এই গ্যাস সিলিন্ডারে একটি বড় সুবিধা রয়েছে, আর তা হলো, এটি সহজেই বিতরণ করা যায় এবং সরকার বিভিন্ন শহরে এই কম্পোজিট এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য অনুমতিও দিয়ে রেখেছে। এখন পর্যন্ত মাত্র ২৮টি শহরে এই গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে। এই গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য ইনডেন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের কাছে কল করে আপনি এই কম্পোজিট এলপিজি গ্যাস সিলিন্ডার ৭৫০ টাকায় পেয়ে যাবেন।