এটিএম মেশিন (ATM machine) থেকে টাকা তুলতে গেলে সাবধান। আপনি খুবই শীঘ্রই হয়রানির শিকার হতে চলেছেন। কারণ জানুয়ারি (January) মাসের এই দিন গুলোতে এক সাথে পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে দেশের সমস্ত এটিএম মেশিনের। ফলে বিপদে পরতে চলেছেন দেশের সমস্ত ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকরা। কিন্তু কি হয়েছে হঠাৎ করে? কেন দেশের সমস্ত এটিএম মেশিন গুলা একসাথে কাজ করা বন্ধ করে দেবে? জানুন বিশদে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৩০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে চলবে ব্যাংক ধর্মঘট। আর এই ২দিন ব্যাংক বন্ধ থাকার কারণে পরিষেবা ব্যহত হবে দেশের সমস্ত এটিএম মেশিনের। এমনকি একসাথে কাজ করা বন্ধ হয়েও যেতে পারে দেশের সমস্ত এটিএম মেশিন গুলা। এমতাবস্থায় আপনি যদি ব্যাংক ধর্মঘটের তারিখ না জেনেই এটিএম থেকে টাকা তুলতে যান তাহলে নির্ঘাত অসুবিধার মধ্যে পরতে হবে আপনাকে।
কেন এই ধর্মঘট? জানা গেছে, ব্যাংক কর্মচারীদের এনপিএস (NPS) বাতিল করে তাদের বেতন বাড়ানোর দাবিতে এই ধর্মঘট। এছাড়াও সমস্ত ক্যাডার নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য এই ধর্মঘট করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক ইউনিয়ন গুলো। অর্থাত্ জানুয়ারি মাসে ৩০ থেকে ৩১ এই ২দিন ব্যাংক বন্ধ থাকার পর ১ ফেব্রুয়ারি বুধবার থেকে পুনরায় আবার ব্যাংক খুলবে, কাজকর্ম চলেছে স্বাভাবিকভাবে। এবং এটিএম পরিষেবা ব্যাহত হলেও তা ঠিক হয়ে যাবে ১ ফেব্রুয়ারিতে।