ব্যাংকে চাকরি (Bank job) করার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু যখন কথা উঠে ব্যাংক ম্যানেজারের পদের, তাহলে তো কোন কথাই নেই। এবার আপনার সেই স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলছে। কারণ RBI-এর নিয়ন্ত্রিত একটি সরকারি ব্যাংক তথা bank of baroda (BOB)-তে চলছে ম্যানেজার পদে নিয়োগ। তাই আপনি যদি একজন ব্যাংক ম্যানেজার হতে চান তাহলে এই ব্যাংকে ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারেন।
কিভাবে কি করতে হবে জানুনঃ
শুধু ম্যানেজার পদ নয় বরং ম্যানেজার পদের পাশাপাশি সিনিয়র ম্যানেজার লার্জ কর্পোরেট ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, সিনিয়র ব্যাংক ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ক্লাইমেট রিস্ক অ্যান্ড সাসটেইনেবিলিটি সহ আরও অনেক শুন্য পদে লোক নিচ্ছে bank of baroda (BOB)। এই পদ গুলির জন্য আপনাকে bankofbaroda.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং এই প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে এই পদ গুলোর জন্য?
আবেদন প্রার্থীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা MBA/PGDM-এর যোগ্যতা থাকতে হবে। তবে ব্যাংক ম্যানেজারের পূর্ববর্তী কিছু অভিজ্ঞতা থাকতে ভালো।