Saturday, September 7, 2024

মোদী সরকারের এই পেনশন স্কিমে একবার আবেদন করে দেখুন, দুর্দান্ত রিটার্ন দেখে নিজেই চমকে যাবেন

সারা দেশে পেনশন সম্পর্কিত বহু প্রকল্প রয়েছে। যেই প্রকল্পের মাধ্যমে সুবিধা গ্ৰহন করছেন দেশের লক্ষ লক্ষ মানুষ। কিন্তু আপনি হয়তো জানেন না যে, কেন্দ্র সরকারের কিছু পেনশন বা প্রকল্প রয়েছে যেই পেনশন প্রকল্পের দূরদূরান্ত রিটার্ন দেখে আপনি একেবারে চমকে যাবেন। আর তেমনি একটি পেনশন স্কিম হচ্ছে অটল পেনশন যোজনা। এই পেনশন স্কিম যোজনা তৈরি করা হয়েছে দেশের শ্রমিক ও শ্রমজীবীদের কথা মাথায় রেখে। যারা প্রত্যেক মাসে একটি ছোট্ট এমাউন্ট (Amount) রেখে দুর্দান্ত রিটার্ন পারবেন।

 

অটল পেনশন যোজনা বিষয়ে জেনে নিন বিস্তারিতঃ 

অটল পেনশন যোজনা হল একটি সামাজিক নিরাপত্তা স্কিম। যা সমাজে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। আর এই যোজনার মাধ্যমে এই ধরনের মানুষদের ভবিষ্যতে আর্থিক দিক থেকে সুরক্ষা প্রদান করাই হলো এই যোজনার মূল উদ্দেশ্য। যেখানে একজন শ্রমজীবী মানুষ ৬০ বছর বয়সে পরে মাসিক পেনশন প্রতি তাদের ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এই টাকা পাওয়ার উপরে নির্ভর করছে আপনি এর জন্য কতো টাকার ধনরাশী জমা করছেন।

SBI bank

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রয়েছে নমিনিওর সুবিধা– অটল পেনশন যোজনা আপনি যে কোন সরকারি ব্যাংকে গিয়ে এ যোজনার জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি এই পেনশনের অধীনে থাকা ব্যাংক একাউন্ট ধারী যদি মারা যান তাহলে রয়েছে নমিনিওর সুবিধা। অর্থাৎ নমিনিতে যিনি মনোনীত ব্যক্তি আছেন তিনিও ঐ ব্যক্তির জমাকৃত সমস্ত অর্থ সহ পেনশনের পুরো টাকাটাই দাবি করতে পারবেন। জানিয়ে রাখি, এ অটল পেনশন যোজনায় আবেদ করার জন্য আপনার বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। এবং এই পেনশনের টাকা প্রতিমাসে ৬০ বছরের পর থেকে পাওয়া শুরু করবেন আপনি।

আপনার জন্য
WhatsApp Logo