যারা চাকরির চিন্তা ছেড়ে ব্যবসায় নিজের ভবিষ্যত গড়তে চান, তাদের জন্য রয়েছে এক বিশেষ Business Plan। আজকে যেই ব্যবসা সম্পর্কে আপনাদের বলবো, সেখানে আপনি যেই টাকা বিনিয়োগ করবেন, তার থেকে ৫ গুন বেশি টাকা আপনি অনায়াসেই ঘরে তুলতে পারবেন।। অর্থাৎ এখানে লস হওয়ার সম্ভাবনা ০% কিন্তু লাভের সম্ভাবনা ১০০%। তো কী এই বিজনেস প্ল্যান, আসুন বিস্তারিত জেনে নেই।।
Aloe Vera Farming :- এতোক্ষন আপনি যেই ব্যবসা সম্পর্কে পড়লেন, সেটা হলো অ্যালোভেরা ফার্মিং। এই ব্যবসা বতর্মানে অনেকেই লাভের মুখ দেখাচ্ছে। যদি আপনি সঠিকভাবে Aloe Vera Farming করতে পারেন, তাহলে আপনি কয়েক মাসের মধ্যেই লাখপতি হতে পারেন। Aloe Vera Farming-এর অনেক ধরনের লাভ রয়েছে। যেমন-
• আপনি খুবই কম টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন।
• Aloe Vera Farming- এ ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম।
• অ্যালোভেরা ফার্মিং-থেকে ১০০% নিশ্চিতরূপে লাভ করতে পারবেন।
• অ্যালোভেরা ফার্মিং-এ আপনাকে একবারই টাকা বিনিয়োগ করতে হবে।
• একবার টাকা বিনিয়োগ করে ৫ বছর পযর্ন্ত কামাই করতে পারবেন।
• খুব কম পরিমাণ জায়গা থাকলেও এই ব্যবসা শুরু করা সম্ভব।
• এই ব্যবসায় একবার টাকা বিনিয়োগ করে বছরে দুইবার লাভ করতে পারবেন। এছাড়াও এই অ্যালোভেরা ফার্মিং-এর আরও অনেক সুবিধা রয়েছে।।
কিভাবে অ্যালোভেরা ফার্মিং শুরু করবেন?
যদি আপনি অ্যালোভেরার ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যেই শুরু করতে হবে। এক্ষেত্রে আপনার এক একর জমির মধ্যে কুড়ি হাজার কিলোগ্রাম অ্যালোভেরার চাষ করতে পারেন। মনে রাখবেন এক্ষেত্রে অ্যালোভেরার চারা লাগানোর সময় একটি থেকে অপর একটি চারার দূরত্ব দুই ফুটের মতো রাখতে হবে।।
কত টাকা থেকে অ্যালোভেরা ফার্মিং- শুরু করতে পারবেন?
অ্যালোভেরা ফার্মিং- শুরু করার জন্য আপনার খুব বেশি টাকার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র ৪০ হাজার টাকা থেকেই এই Aloe Vera Farming শুরু করতে পারেন।।
Aloe Vera Farming- থেকে কিভাবে লাভ হবে?
Aloe Vera Farming আপনি খুবই কম টাকা থেকে শুরু করতে পারেন। সেই সঙ্গে আপনাকে এখানে একবারই টাকা বিনিয়োগ করতে হবে। যখন আপনি টাকা বিনিয়োগ করবেন,সেই বছর থেকে শুরু করে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত আপনি বছরে দুইবার, অর্থাৎ পাঁচ বছরে দশবার এখান থেকে ইনকাম করতে পারবেন।। অ্যালোভেরার পাতা ৫-১০ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন।। এবার ভাবুন যদি আপনি এক একর জমিতে ২০ হাজার কিলোগ্রাম অ্যালোভেরা চাষ করেন, তাহলে বছরে চোখবন্ধ করে সেখান থেকে ৪,০০,০০০ টাকা পাবেন। আর পরবর্তী ৫ বছরে এখান থেকেই অনায়াসে আরও ১৪-১৫ লক্ষ টাকা পাবেন।। সুতরাং এভাবেই আপনি খুবই কম টাকা বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যেই এই ব্যবসা থেকে কয়েক লক্ষ টাকার মালিক হয়ে উঠবেন।।