Friday, November 22, 2024

ট্রেনের পিছনে ‘X’ চিহ্ন থাকে কেন? এর অর্থ কি? জানলে মাথা ভনভন করে ঘুরবে আপনার

#অফবিট নিউজঃ ভারতের অধিকাংশ মানুষই ভ্রমণের জন্য ট্রেন ব্যবহার করে থাকেন। ভারতীয় রেলকে বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক বলা হয়ে থাকে। এমন অবস্থায় ট্রেন ভ্রমণের সময় আপনিও হয়তো লক্ষ্য করেছেন, ট্রেনের বগির শেষে এই ‘X’ চিহ্নটিকে বিশেষ করে লালগোলা ও দূরপাল্লা ট্রেন গুলিতে বেশি দেখা যায় এই চিহ্ন। আসলে এই চিহ্নের অর্থ কী?

জেনে নিন ট্রেনের শেষ বগিতে ‘x’ চিহ্ন কেন থাকেঃ

রিপোর্ট অনুযায়ী, ট্রেনের বগির শেষে হলুদ রঙের X চিহ্নটি সাধারণত ভারতীয় রেল বোর্ডের নিয়ম অনুযায়ী ট্রেনের বগির শেষে মার্ক করা হয়। আর এই চিহ্নের অর্থ হল এই বগিটি হচ্ছে ট্রেনের শেষ বগি। (Last of train) এছাড়াও X লেখা চিহ্ন ছাড়াও ট্রেনের শেষ বগি বোঝাতে বগির শেষে এলভিও (LV) লেখা থাকে। এই LV চিহ্নের অর্থ হল শেষ ট্রেন। অর্থাৎ কখনো কোন বগি যদি পুরো ট্রেনের বগি থেকে আলাদা হয়ে যায় সেটা বোঝার জন্য এই LV চিহ্ন ব্যবহার করা হয়। x চিহ্নটি যে কোন বগির শেষেই লাগানো থাকে। কিন্তু LV-এর অর্থ হল পুরো ট্রেনের শেষ বগি হচ্ছে এটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এছাড়াও ট্রেনের বগির শেষে প্রতি ৫ সেকেন্ড অন্তর অন্তর একটি লাল আলো জ্বলতে থাকে। এই আলোর অর্থ কি জানেন? এর এই আলোর অর্থ হল যদি ট্রেনের X লেখাটি কখনো কারো লক্ষ্যভ্রষ্ট হয় তখন এই আলোর সাহায্যে বোঝা যায় যে এটিই ট্রেনের শেষ বগি। বিশেষ করে রাতের বেলায়।

#আরো পড়ুনঃ দিল্লি-বোম্বে নয়, ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে এটি, যা রয়েছে আপনার বাড়ির পাশেই

আপনার জন্য
WhatsApp Logo