Friday, November 22, 2024

১০ টাকা থেকে ২০০০ টাকা, ভারতীয় নোটের রঙ ভিন্ন রকমের হয় কেন ? অনেকেই এর সঠিক উত্তর জানেন না

#অফবিট নিউজ ডেস্কঃ ভারতে বর্তমানে ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০ টাকা। প্রত্যেক নোটেরই রয়েছে আলাদা আলাদা রঙ। সাধারণত ২০১৭ সালে নোট বন্দির পর থেকে নতুন নোটের এ রঙের ভিন্নতা লক্ষ্য করা যায় সমস্ত নোট গুলিতে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সমস্ত নোট গুলির রঙ ভিন্ন ভিন্ন করা হয়েছে? এর পেছনের বিশেষত্ব কি?

এমন অনেক কিছু নিয়েই রয়েছে আমাদের মনে কৌতূহল। কিন্তু কৌতুহল থাকার সত্বেও কৌতুহল মেটানোর চেষ্টা করেন না অনেকে। আবার অনেকেই এর সঠিক উত্তর না খুঁজে পাওয়ার কারণে সেই কৌতূহল, কৌতূহল রুপেই থেকে যায় মনের মধ্যে। আর তেমনি একটি কৌতুক হল ভারতীয় নোটের বিভিন্ন রঙ নিয়ে। আসুন তাহলে যেনে নেই কেন ভারতীয় নোটের রঙ ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

এই ৩টি কারণে ভারতীয় নোটের রঙ ভিন্ন ভিন্ন করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) নোটের রঙের পার্থক্যের একটি বড় কারণ হলো, এতে নোটের মূল্য না দেখেই যে কোন নোট সহজেই চিহ্নিত করা যায়।

) অনেকেই আছেন যারা চোখে কম দেখেন। এমন ব্যক্তিদের জন্য নোটের রং একটি বড় ভূমিকা রাখে। নোটের রং ভিন্ন ভিন্ন হাওয়ার কারণে তারা সহজেই বুঝতে পারবেন এটি কতো টাকার নোট।

) নোটের রং ভিন্ন ভিন্ন হওয়ার আরো একটি বড় কারণ হলো, ভারতের বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করেন। তারা যে সবাই এক, তারা সবাই ভারতীয় এটা বোঝানোর জন্য নোটের রঙের এই পার্থক্য করা হয়েছে। এবং এতে একতার সুর বেজে উঠবে সর্বত্র।

#আরো পড়ুনঃ পেট্রোল কে বাংলাতে কী বলা হয়? 99.9% মানুষই এর সঠিক উত্তর জানেন না

আপনার জন্য
WhatsApp Logo