Friday, November 22, 2024

৩১ ডিসেম্বরের পর থেকে এই কম্পানির ফোন গুলোতে চলবে না আর WhatsApp, তালিকায় আপনার ফোন আছে কিনা দেখে নিন

সারা বিশ্বে প্রায় কয়েক বিলিয়ন মানুষ WhatsApp ব্যবহার করেন। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজের বিকল্প হিসেবে Whatapps থেকে ভালো আর কোন মেসেজিং এপ্লিকেশন নেই বললেই চলে। এমতাবস্থায় WhatsApp-এর প্যারেন্ট কম্পানি ‘মেটা’ একটি নির্দেশিকা বা নোটিশ জারি করেছে, যে নোটিশের আওতায় রাখা হয়েছে ৪৯টি ফোনকে। যেই ফোন গুলোতে কিনা ৩১ ডিসেম্বরের পর থেকে আর কোনো ভাবেই WhatsApp চলবে না। শুধু তাই নয় এই তালিকায় রয়েছে Apple, sumsung এবং Huawei এর মতো কম্পানির বিভিন্ন ফোন গুলির নাম।

এখানে WhatsApp বন্ধ হয়ে যাওয়া ফোন গুলোর নাম দেওয়া হলো।

iPhone 5i

Phone 5C

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Archos 53 Platinum

Grand S Flex ZTE

Grand X Quad V987 ZTE

HTC Desire 500

Huawei Ascend D

Huawei Ascend D1

Huawei Ascend D2

Huawei Ascend G740

Huawei Ascend Mate

Huawei Ascend P1

Quad XL

Nokia A820

LG Enact

LG Lucid 2

LG Optimus 4X HD

LG Optimus F3

LG Optimus F3Q

LG Optimus F5

LG Optimus F6

LG Optimus F7

LG Optimus L2 II

LG Optimus L3 II

LG Optimus L3 II Dual

LG Optimus L4 II

LG Optimus L4 II Dual

LG Optimus L5

LG Optimus L5 Dual

LG Optimus L5 II

LG Optimus L7

LG Optimus L7 II

LG Optimus L7 II Dual

WhatsApp mobile

LG Optimus Nitro HD

Memo ZTE V956

Sumsung galaxy Ace 2

Sumsung galaxy Core

Sumsung galaxy S2

Sumsung galaxy S3 mini

Sumsung galaxy Trend II

Sumsung galaxy Trend Lite

Sumsung galaxy Xcover 2

Sony Xperia Arc S

Sony Xperia miro

Sony Xperia Neo L

Wiko Cink Five

Wiko Darknight ZT

কেন বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp এসব ফোন গুলিতে? জানিয়ে দেই আপনি যদি পুরোনো কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন অর্থাৎ যার অ্যান্ড্রয়েড ভার্সন খুবই কম, যেমন Android 7 কিংবা Android marshmallow ভার্সনের কম হয় তাহলে এসব ফোন গুলিতে WhatsApp চলবে না। কারণ এই ফোন গুলো outdated ফোন। তবে তালিকায় যেসমস্ত ফোনের নাম উল্লেখ আছে তাদের অধিকাংশই কখনো ভারতে লঞ্চ হয়নি তাই এতে ভয়ের কোন কারণ নেই আপনার। Android 7 এর উপরে থাকা ফোন গুলিতে WhatsApp বন্ধ হবে না।

জানিয়ে দেই, এর আগে WhatsApp ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারা বিশ্ব জুড়ে মোট ৩৭ লক্ষ ১৬ হাজার WhatsApp একাউন্টকে নিষিদ্ধ ঘোষনা করেছিল। কর্তৃপক্ষের তরফ জানানো হয়েছে, WhatsApp একাউন্ট নিষিদ্ধ করার জন্য ব্যবহারকারীদের অভিযোগ ছিল ৯৪৬ টি। এরপর ৩৩০ টি একাউন্ট নিষিদ্ধ করা হয় ব্যবহারকারীদের অভিযোগে।

আপনার জন্য
WhatsApp Logo