#লাইফস্টাইল ডেস্কঃ দেশের বাইরে কোথাও বেড়াতে বা ঘুরতে যেতে হলে পাসপোর্টের প্রয়োজন হয়। এরপর সেই পাসপোর্টের সাহায্য লাগাতে হয় ভিসা (Visa)। অর্থাৎ আপনি যে দেশে ঘুরতে যেতে চাইছেন সেই দেশের একটি অনুমোদন বা পারমিট। তবে ভ্রমন পিপাসুদের হয়তো এটা জানা নেই যে তাঁরা বিনা ভিসা ছাড়াই ঘুরতে যেতে পারবেন ৬০টি দেশে।
কি অবাক হচ্ছেন? এটা কোন আবাক হওয়ার বিষয় নয়। কারণ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট গুলোর মধ্যে ভারতের পাসপোর্টের বিশ্ব Rank হলো ৪৭। তাই ভিসা লাগানোর ঝামেলা ছাড়াই আপনি ৬০টি দেশে ভ্রমন করতে যেতে পারেন।
যে যে দেশ গুলোতে বিনা ভিসা ছাড়াই প্রবেশ করা যাবেঃ
৬০টি দেশের মধ্যে এশিয়ার ৬টি, আফ্রিকার ১৬টি দেশ, ওশেনিয়ার ৭টি, যুক্তরাষ্ট্রের ১টি এবং ক্যারিবীয় অঞ্চলের ১০টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে (ইত্যদি)। এছাড়াও নেপাল এবং ভুটানে ভিসা ছাড়াই ঘুরতে যেতে হলে আপনার সঙ্গে শুধু আধার কার্ড বা ভোটার কার্ড থাকলেই যথেষ্ট। তবে উল্লেখিত বাকি দেশ গুলোতে ঘুরতে যেতে হলে সঙ্গে শুধু পাসপোর্ট থাকতে হবে। তবে মনে রাখবেন, ভিসা ছাড়া আপনি কেবল ২৮ দিন থেকে ৯০ দিন পর্যন্ত বিদেশ ভ্রমনের সুযোগ পাবেন।
#বিশেষ খবরঃ প্রতিদিন সকালে ব্রেকফাস্টে কি খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তার পছন্দের ডিস কি? জেনে আবাক হবেন