৩১ মার্চ ২০২৩ এর মধ্যে pan card এর সাথে Addhar Card লিঙ্ক করা জরুরি। গত কয়েক মাস আগে ভারতীয় আয়কর বিভাগ ১৯৬১ আইনের অধীনে এ তথ্য জারি করেছে জন সাধারণের উদ্দেশ্য। যদি আপনি ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে pan card এর সাথে Aadhar card লিঙ্ক না করেন এ ক্ষেত্রে আপনার Pan card টি অবিলম্বে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তাই Pan card এর সাথে Aadhar card লিঙ্ক আছে কিনা চেক করে নিন।
এভাবে চেক করুন Pan card এর সাথে Aadhar card লিঙ্ক:
১) প্রথমে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ যান।
২) এরপর Addhar status বিকল্পটি বেছে নিন। এরপর সেখানে থাকা ঘরে আপনার উক্ত Addhar Card নম্বর এবং Pan card নম্বর টাইপ করে বসিয়ে দিন। বসিয়ে এরপর ভিউ Aadhar status অপশনটিতে Click করুন।
৩) যদি আপনার Pan card এর সাথে Addhar Card লিঙ্ক থাকে তাহলে একটি মেসেজ Show করবে, যেখানে লেখা থাকবে এই Pan নম্বরটি Aadhar নম্বরের সাথে যুক্ত আছে, সাথে Pan এবং Addhar মেসেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনি কি এখনো pan card এর সাথে Addhar Card লিঙ্ক করেনি? যদি না করে থাকেন তাহলে কিভাবে Pan card এর সাথে Addhar Card লিঙ্ক করবেন শীঘ্রই এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে আমাদের পোর্টালে। মনে রাখবেন Pan card এর সাথে Addhar Card লিঙ্ক করা বাধ্যতামূলক যার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত। নইলে কিন্তু আপনার Pan card টি বাতিল করে দেওয়া হবে আয়কর দপ্তর থেকে। এতে মুশকিলে পড়বেন আপনি।