#লাইফস্টাইল ডেস্কঃ সুন্দর হতে সবাই চায়। এজন্য বিভিন্ন ধরনের জামা কাপড় পড়ে থাকি আমরা। কারো পছন্দ ফুল হাতা জামা আবার হাফ হাতা জামা পছন্দ কারো। কিন্তু অনেকে চাইলেও এই হাফ হাতা জামা পরতে পারেন না। কারণ তাদের কনুইয়ে কালো দাগ কারণে। আর কনুইয়ের এই কালো দাগ আপনার লুক’কে অনেকটাই নষ্ট করে দেয়।
তবে আপনি চাইলে সহজ এবং ঘরোয়া উপায়ের মাধ্যমে দূর করতে পারেন কনুইয়ের এই কুচকুচে কালো দাগকে। সহজ এই ৩টি টিপস ফলো করলেই কালো থেকে ধবধবে সাদা হয়ে যাবে কনুই।
কনুইয়ের কালো দাগ দূর করার উপায়ঃ
১) দই এবং ওটস– সৌন্দর্যের নিরিখে দই ব্যবহার করে থাকেন অনেকে। এবার তার সাথে ওটস মিশিয়ে ৫ মিনিট ধরে কনুইয়ে ঘসুন। এতে কনুইয়ের কালো দাগ দূর হয়ে যাবে।
২) টমেটো এবং মধু- টমেটো এবং মধু ত্বকের জন্য খুবই উপকারী। তাই একটি টমেটোর সাথে মধু মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এরপর সেই পেষ্ট মাখুন কনুইতে। এভাবে দূর হয়ে যাবে কনুইয়ের কালো দাগ।
৩) এলোভেরা– এলোভেরার গুন অশেষ। এজন্য এটি ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। এবার এই এলোভেরার সাথে লেবুর রস মিশিয়ে কনুইয়ে লাগান। দেখবেন ফল খুবই দ্রুত পাবেন।
#আরো পড়ুনঃ সর্বকালের সেরা ৫টি স্কিন কেয়ারের রুটিন, ফলো করলেই হাতেনাতে ফলাফল