Monday, September 16, 2024

নীল, সোনালী, ধূসর…কারা টুইটারে কি রঙের ব্যাজ পাবেন জানিয়ে দিলেন মাক্স, বড়সড় বদল

#টেক নিউজ ডেস্কঃ প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে টুইটার কিনেছেন ইলন মাস্ক। যদিও টুইটার কেনার আগে থেকেই টুইটারে বিভিন্ন পরিবর্তন আনার কথা ভেবে রেখেছেন তিনি। তাই টুইটার কেনার পর এবার ব্লুটিক ভেরিফিকেশনের ব্যাজের মাধ্যমে ইনকামের পথ বের করেছেন ইলন মাস্ক।

যদিও মাস্ক এর আগে টুইটারে ব্লু টিক ভেরিফিকেশনের জন্য সাবস্ক্রিপশন (subscription) আনা কথা ঘোষনা করেছিলেন তিনি। কিন্তু মাস্কের সেই পরিকল্পনা শেষপর্যন্ত রয়ে যায় অসম্পূর্ণ। তাই এবারে মাস্ক আরোও একটি বদল আনতে যাচ্ছেন টুইটারে। মাস্ক জানিয়েছেন, এবার থেকে টুইটারের ভেরিফিকেশন ব্যাজে বদল আনতে যাচ্ছেন তিনি। মাস্ক বলেন, এখন থেকে টুইটারে শুধু একটা রঙের ব্যাজ নয় বরং মোট দেওয়া হবে ৩টি রঙের ব্যাজ।

কী কী রঙের ব্যাজ দেবেন মাস্ক?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাস্ক জানিয়েছেন নীল, সোনালী এবং ধূসর এই ৩টি রঙের ভেরিফিকেশন ব্যাজ দেওয়া হবে বিভিন্ন সংস্থা,সেলিব্রেটি, সাধারণ ব্যক্তি বিশিষ্ট, এবং সরকার ও সরকারি সংস্থাগুলোকে।

কাদের কি কি রঙের ব্যাজ দেওয়া হবে?

মাস্ক জানিয়েছেন, বেসরকারি সংস্থাগুলিকে দেওয়া হবে সোনালী রঙের ব্যাজ, যেখানে সরকার এবং সরকারি সংস্থাগুলিকে দেওয়া হবে ধূসর রঙের ব্যাজ। এবং সেলিব্রেটি ও ব্যক্তি বিশিষ্ট’কে দেওয়া হবে নীল রঙের ব্যাজ।

তবে মাস্ক বিভিন্ন রঙের এ ভেরিফিকেশন ব্যাজের পদ্ধতি কবে থেকে চালু করবেন টুইটারে তা জানা যায়নি।

#আরো পড়ুনঃ গোপন থেকে গোপন মেসেজ ফাঁস! আপনার WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখুন এইভাবে, টের পাবে না কাকপক্ষীও।

#আরো পড়ুনঃ আর Apps ব্যবহার করতে হবে না, এবার Facebook video, YouTube video, Instagram video ডাউনলোড হবে এই ওয়েবসাইটে

 

আপনার জন্য
WhatsApp Logo